iPhone 17: অ্যাপল ইভেন্ট নিয়ে সারা বিশ্বের গ্যাজেটপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আইফোন, আইপ্যাডের নতুন মডেল প্রকাশ্যে আসার আগে নানা জল্পনা-কল্পনা চলে। এবারও ঠিক সেটাই দেখা যাচ্ছে।
KNOW
iPhone 17 Release Date: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ৯ সেপ্টেম্বর হতে চলেছে অ্যাপল ইভেন্ট (Apple Event)। এই অনুষ্ঠানের মাধ্যমেই প্রকাশ্যে আনা হবে আইফোন ১৭ (iPhone 17)। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ক্যালিফোর্নিয়ায় (California) কুপারটিনোতে (Cupertino) স্টিভ জোবস থিয়েটারে (Steve Jobs Theatre) হবে অ্যাপল ইভেন্ট। এই অনুষ্ঠানের পর থেকেই আনুষ্ঠানিকভাবে আইফোন ১৭ বিক্রি শুরু হবে। ভারতে অবশ্য আইফোনের সাম্প্রতিকতম মডেল পাওয়ার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। ভারতে ১৯ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে আইফোন ১৭। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রি-অর্ডার বুকিং। ভারতে আইফোন ১৭-এর দাম কত হবে, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। তবে এখন থেকেই ভারতেও অ্যাপল ইভেন্ট ঘিরে উৎসাহ দেখা যাচ্ছে।
ভারতে অ্যাপলের নতুন রিটেইল আউটলেট
আইফোন ১৭ প্রকাশ্যে আসার আগেই ৪ সেপ্টেম্বর ভারতে অ্যাপলের চতুর্থ রিটেইল আউটলেট খুলতে চলেছে। মহারাষ্ট্রের (Maharashtra) পুণেতে (Pune) অ্যাপল কোরেগাঁও পার্কে (Apple Koregaon Park) অ্যাপলের নতুন রিটেইল আউটলেট হচ্ছে। সম্প্রতি বেঙ্গালুরুতে (Bengaluru) অ্যাপলের রিটেইল আউটলেট খোলা হয়েছে। এরপর পুণেতে এই আউটলেট হতে চলেছে। সেখানে আইফোন ১৭-সহ বিভিন্ন অ্যাপল প্রোডাক্ট পাওয়া যাবে।
আইফোন ১৭ নিয়ে প্রত্যাশা তুঙ্গে
আইফোন ১৬ নিয়ে বেশিরভাগ গ্যাজেটপ্রেমীরই প্রত্যাশা পূরণ হয়নি। তবে আইফোন ১৭ নিয়ে বিশ্বজুড়ে প্রত্যাশা তৈরি হয়েছে। আইফোনের নতুন মডেলে হার্ডঅ্যয়ার লিপস, আকর্ষণীয় ডিজাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত থাকবে বলে জল্পনা চলছে। কুপারটিনোতে এখনও পর্যন্ত যত অ্যাপল ইভেন্ট হয়েছে, তার মধ্যে এবারের ইভেন্টই সবচেয়ে আকর্ষণীয় হতে পারে।
আইফোনের সবচেয়ে উন্নত ক্যামেরা
আইফোন ১৭ প্রো (iPhone 17 Pro) ও আইফোন ১৭ প্রো ম্যাক্স (iPhone 17 Pro Max) মডেলের ফোনগুলিতে পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। এর ফলে উন্নত অপটিক্যাল জুমের সুবিধা পাওয়া যাবে। কম আলোয় বা অন্ধকারেও ভালো ছবি তোলা যাবে। এই মডেলের ফোনগুলিতে ৮কে ভিডিও রেকর্ড করা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


