News Round-up: জাপানে বুলেট ট্রেনে সফর, চিন সফরে প্রধানমন্ত্রী, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Aug 30, 2025, 07:38 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. জাপান সফরের শেষ দিন বুলেট ট্রেনে সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে টোকিও থেকে সেন্ডাই যান প্রধানমন্ত্রী। এই সফরের বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই যাত্রা অব্যাহত রাখবেন। এই যাত্রা দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন প্রদর্শন করে। 'এক্স' হ্যান্ডলে এক পোস্টে জাপানের প্রধানমন্ত্রী লিখেছেন, 'প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেন্ডাই যাচ্ছি। গত রাত থেকেই গাড়িতে একইসঙ্গে আছি।' এর আগে প্রধানমন্ত্রী মোদী ভারতীয় ট্রেন চালকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- বুলেট ট্রেনে টোকিও থেকে সেন্ডাই গেলেন নরেন্দ্র মোদী, সঙ্গে জাপানি প্রধানমন্ত্রী

২. সাত বছর পর চিন সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনা সংঘর্ষের পর প্রথমবার চিন সফরে গেলেন প্রধানমন্ত্রী। তিনি শনিবার জাপান থেকে চিনে পৌঁছন। রবিবার চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম চিনে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দেবেন SCO বৈঠকে

৩. কৃষ্ণনগর গুলিকাণ্ডে অভিযুক্ত দেশরাজ সিংয়ের ফাঁসির দাবি নিহত ছাত্রী ঈশিতা মল্লিকের পরিবারের। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ঈশিতার বাবা-মা। সংবাদমাধ্যমের সামনে তাঁরা জানিয়েছেন, সেই ভয়ঙ্কর দিনটি আজ তাদের কাছে এক কালো দিন হয়ে রয়েছে। ঈশিতার মা কুসুম মল্লিক জানিয়েছেন, দেশরাজকে তিনি বিশেষভাবে চিনতেন না। কাঁচরাপাড়ায় থাকার সময় ছেলেকে খেলতে পাঠালে মাঝে মাঝে দেখেছেন মাত্র। তবে মেয়ের সঙ্গে দেশরাজের সম্পর্ক রয়েছে, তা তাঁরা কোনওদিন জানতেন না। জানলে হয়তো মেয়েকে বাঁচানো সম্ভব হত।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- নিখুঁত পরিকল্পনা করেই ঈশিতাকে খুন করেছিল দেশরাজ! খুনের কারণ স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে

৪. আগামী আইপিএল-এ আর রাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় থাকছেন না রাহুল দ্রাবিড়। তিনি পদত্যাগ করেছেন। ঠিক কী কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই দ্রাবিড় সরে গেলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এবার কাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ভাঙা পায়েও কোচিং করিয়েছিলেন, হঠাৎ কেন রাজস্থান রয়্যালসের দায়িত্ব ছাড়লেন রাহুল দ্রাবিড়?

৫. মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিচ্ছেন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের প্রাক্তন ব্রাজিলিয়ান উইঙ্গার রবিনহো। সোমবারই তিনি কলকাতায় চলে আসছেন। বসুন্ধরা কিংসের হয়ে খেলার সময় ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েলের সঙ্গে ছিলেন রবিনহো। এবার তাঁদের বিরুদ্ধে লড়াই করবেন এই উইঙ্গার।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- মাঝমাঠে সাম্বার লড়াই, ইস্টবেঙ্গলের মিগুয়েলের প্রাক্তন সতীর্থকে দলে নিল মোহনবাগান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!