
১. সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে গিয়ে কি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হচ্ছে ভারত, চিন ও রাশিয়া? আন্তর্জাতিক মহলে তেমনই জল্পনা চলছে। চিনে পৌঁছনোর পর সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে দুই দেশের পক্ষ থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দেওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চিনে পৌঁছে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক চাপানোর সমালোচনা করেছেন। ফলে ভারত, চিন, রাশিয়া অক্ষ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- India China Relations: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা! মৈত্রীর সুর ভারত-চিনের? অনুঘটক হল রাশিয়া
২. দুর্গাপুজো শুরু হতে আর এক মাসও বাকি নেই। এবার সেপ্টেম্বরের শেষেই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস আনন্দ কিছুটা ম্লান করে দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমীর বিকেল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। নবমী ও বিজয়া দশমীর দিন বৃষ্টি হতে পারে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- এ বছর দুর্গাপুজো মাটি করবে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি? মন খারাপ করে দিতে পারে এই পূর্বাভাস
৩. সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীস্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালে বেআইনিভাবে চাকরি পাওয়া অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করলেও, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই তালিকায় রাজ্যের শাসক দলের একাধিক নেতা-নেত্রী ও তাঁদের ঘনিষ্ঠদের নাম রয়েছে। এ নিয়ে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে। এ নিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন একাধিক চিহ্নিত অযোগ্য প্রার্থী।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- SSC-র প্রকাশিত দাগিদের তালিকা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী, সুপ্রিম কোর্টে যাওয়ার আর্জি
৪. দলের মহিলা সাংসদদের বিরুদ্ধ ফের সরব হলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, 'সংসদে দাঁড়িয়ে রাজাব প্রতাপ রুডি মহুয়া মৈত্রকে সমর্থন করতে গিয়ে আমাকে থ্রেট করেছিল।সেখানে শতাব্দী রায় ডেপুটি লিডার উপস্থিত ছিলেন।সেদিনকে ডেপুটি লিডারও রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেনি আর মহুয়া তো বলবেই না ছেড়ে দিন। আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন তৃণমূলের মহিলা মহল সব চুপ করে বসে থাকে।'
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সংসদে কল্যাণের পাশে নেই মহিলা সাংসদরা! দলের বিরুদ্ধে ফের বিস্ফোরক তৃণমূলের বর্ষীয়াণ সাংসদ
৫. মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। রবিবার হংকংয়ের কিচি এসসি-র সঙ্গে ১-১ ড্র করে লাল-হলুদের মহিলা ব্রিগেড। এর ফলেই মূলপর্বের দরজা খুলে গেল। ভারতের একমাত্র ক্লাব হিসেবে ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দল এএফসি প্রতিযোগিতার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।