এর আগে কেন্দ্রীয় সরকার তিন শতাংশ হারে ডিএ ঘোষণা করেছিল। দীপাবলির সময়ই শেষবার ডিএ ঘোষণা করা হয়েছিল।
510
২ শতাংশ ডিএ হলে বেতন বৃদ্ধি
যদি কারও মাসিক বেতন ৩০ হাজার টাকা হয়, আর তার বেসিক পে হয় ১৮ হাজার টাকা, তাহলে তিনি এবার থেকে ডিএ হিসেবে পাবেন ৯৫৪০ টাকা, যা কিনা বেসিক পে-র ৫৩ শতাংশ আর এবারে আরও ২ শতাংশ ডিএ বাড়লে তা দাঁড়াবে ৫৫ শতাংশে অর্থাৎ ৯৫৪০ টাকার বদলে কর্মী পাবেন ৯৯০০ টাকা ডিএ।
610
৩% ডিএ বৃদ্ধি হলে
যদি ৩ শতাংশ হারে ডিএ বাড়ে তাহলে কর্মীর ডিএ ৫৪০ টাকা বেড়ে হবে ১০,৮০০ টাকা প্রতি মাসে।
710
মন খারাপ হওয়ার সম্ভাবনা
কেন্দ্রীয় সরকার যদি ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে তাহলে বেতন বৃদ্ধির পরিমাণ অনেকটাই কম হবে। তাই কিছুটা হলেও মন খারাপ সরকারি কর্মীদের।
810
অষ্টম বেতন কমিশনের সুপারিশ
যদিও এবার কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। তাই কিছুটা হলেও খুশিয়ার হাওয়া রয়েছে সরকারি কর্মীদের মধ্য।
910
সপ্তম বেতন কমিশন
এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন আর ডিএ পেতেন। আগামী বছর থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে।
1010
বেতন বৃদ্ধি
অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একধাক্কায় বাড়বে অনেকটা। নূন্যতম বেতন ৫১ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।