DA News: ১৪ মার্চের আগেই মাহার্ঘ ভাতা বৃদ্ধি? আগের থেকে কমতে পারে ১% ডিএ

Published : Mar 09, 2025, 11:36 AM IST

কেন্দ্রীয় সরকার হোলির আগেই ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। তেমনই অনুমান সরকারি কর্মীদের। 

PREV
110
হোলির আগেই ডিএ!

কেন্দ্রীয় সরকার হোলির আগেই ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। তেমনই অনুমান সরকারি কর্মীদের।

210
আগামী সপ্তাহে দোল

আগামী ১৪ মার্চ শুক্রবার দোল। তার আগে সোমবার হয়তো কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানান হয়নি।

310
কত শতাংশ ডিএ

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এবার মাত্র ২ শতাংশ হারে ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

410
আগে তিন শতাংশ ডিএ বৃদ্ধি

এর আগে কেন্দ্রীয় সরকার তিন শতাংশ হারে ডিএ ঘোষণা করেছিল। দীপাবলির সময়ই শেষবার ডিএ ঘোষণা করা হয়েছিল।

510
২ শতাংশ ডিএ হলে বেতন বৃদ্ধি

যদি কারও মাসিক বেতন ৩০ হাজার টাকা হয়, আর তার বেসিক পে হয় ১৮ হাজার টাকা, তাহলে তিনি এবার থেকে ডিএ হিসেবে পাবেন ৯৫৪০ টাকা, যা কিনা বেসিক পে-র ৫৩ শতাংশ আর এবারে আরও ২ শতাংশ ডিএ বাড়লে তা দাঁড়াবে ৫৫ শতাংশে অর্থাৎ ৯৫৪০ টাকার বদলে কর্মী পাবেন ৯৯০০ টাকা ডিএ।

610
৩% ডিএ বৃদ্ধি হলে

যদি ৩ শতাংশ হারে ডিএ বাড়ে তাহলে কর্মীর ডিএ ৫৪০ টাকা বেড়ে হবে ১০,৮০০ টাকা প্রতি মাসে।

710
মন খারাপ হওয়ার সম্ভাবনা

কেন্দ্রীয় সরকার যদি ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে তাহলে বেতন বৃদ্ধির পরিমাণ অনেকটাই কম হবে। তাই কিছুটা হলেও মন খারাপ সরকারি কর্মীদের।

810
অষ্টম বেতন কমিশনের সুপারিশ

যদিও এবার কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। তাই কিছুটা হলেও খুশিয়ার হাওয়া রয়েছে সরকারি কর্মীদের মধ্য।

910
সপ্তম বেতন কমিশন

এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন আর ডিএ পেতেন। আগামী বছর থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে।

1010
বেতন বৃদ্ধি

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একধাক্কায় বাড়বে অনেকটা। নূন্যতম বেতন ৫১ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।

click me!

Recommended Stories