DA: পুজোর আগেই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা, ডিএ বাড়তে পারে ৪% হারে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employee’s) জন্য পুজোর আগেই আসতে পারে সুখবর। চার শতাংশ হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ (DA)।

 

Saborni Mitra | Published : Aug 4, 2024 11:36 AM IST
110
বাজেটে হতাশ

বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কোনও সুখবর ছিল না। কারণ বাজেটে অষ্টম পে কমিশন সম্পর্কে কিছুই ছিল না।

210
হতাশ সরকারি কর্মীরা

বাজেটে নির্মলা সীতারমণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য তেমন কোনও ঘোষণা করেননি। অষ্টম পে কমিশনের আপডেট আসেনি বলেও ছিল সূত্রের খবর।

310
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছিলেন, অষ্টম পে কমিশন বা নতুন বেতব কমিশন গঠনের বিষয়ে কোনও রকম প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। যা শুনে রীতিমত হতাশ হয়েছিলেন সরকারি কর্মীরা।

410
কিন্তু এবার সুখবর

তবে এবার সুখবর পেতে পারেন কেন্দ্র সরকারি কর্মীরা। সূত্রের খবর খুব তাড়াতাড়ি তারা ৪ শতাংশ হারে ডিএ পেতে পারেন।

510
জুলাইতে মহার্ঘ ভাতা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বছরে দুইবার মহার্ঘ ভাতা বাড়ে। জুনুয়ারি আর জুলাইতে।

610
জুলাইয়ের সুখবর

১ জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিতা হবে। অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যা ঘোষণা করা হতে পারে সেপ্টেম্বর-অক্টোবরেই এই ঘোষণা করা হতে পারে। তবে জুলাই থেকে কার্যকর করা হয়।

710
চার শতাংশ হারে ডিএ

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হতে পারে। কারণ গত কয়েক বছর ধরেই চার শতাংশ হারে ডিএ বাড়িয়েছে কেন্দ্র।

810
ফিটম্যান্ট ফ্যাক্টর

সূত্রের খবর এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটম্যান্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হতে পারে।

910
টাকার অঙ্ক

কেন্দ্র সরকারি কর্মীদের চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হবে যাদের বেতন মাসে ১৮ হাজার টাকা তারা প্রতি মাসে ৭২০ টাকা হিসেবে পাবে। বছরে তারা পাবে ৮৬৪০ টাকা।

1010
১ লক্ষ বেতন

যাদের বেতন ১ লক্ষ টাকা তাদের প্রতি মাসে ৪০০০ টাকা করে বাড়বে। বছরে তাদের বাড়বে ৪৮ হাজার টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos