কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়তি ডিএ পাবেন? বেতন বেড়ে কত টাকা হতে পারে?
ইংরাজি নতুন বছরের শুরুতেই একাধিক রাজ্য সরকার মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এবার কেন্দ্রীয় সরকারও মহার্ঘভাতা বৃদ্ধি করতে চলেছে। যদিও অর্থমন্ত্রকের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
কয়েকদিনের মধ্যেই মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার
প্রতি বছর জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এবার এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা কত শতাংশ বৃদ্ধি পেতে পারে তা নিয়ে জল্পনা চলছে
গত বছর কেন্দ্রীয় সরকার যখন শেষবার মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করেছিল, তখন ৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এবার কত শতাংশ বৃদ্ধি করা হবে, সে বিষয়ে জল্পনা চলছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে জল্পনা চলছে, গতবারের মতো এবারও ৩ শতাংশ ডিও বৃদ্ধি করা হতে পারে
দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এবারও একই হারে মহার্ঘভাতা বৃদ্ধি করা হতে পারে।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স যে হারে বাড়ছে, সেই অনুযায়ী ডিএ বৃদ্ধি করা হবে
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ঠিক হয়। এবারও সেই হিসেব করা হচ্ছে।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় অনুযায়ী এবার ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পাওয়া উচিত
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স বেড়ে ১৪৪.৫ হয়েছে। এই হিসেব অনুযায়ী এবার মহার্ঘভাতা ৩ শতাংশ বাড়ানো উচিত।
সব হিসেব ঠিক থাকলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বেড়ে ৫৬ শতাংশ হবে
এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৫৩ শতাংশ। কয়েকদিনের মধ্যেই তা বেড়ে ৫৬ শতাংশ হবে বলে জল্পনা চলছে।
পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক বাড়ছে
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ১৪ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন। ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে তাঁদের মহার্ঘভাতার ফারাক ৩৯ শতাংশ। কয়েকদিনের মধ্যেই এই ফারাক বাড়তে চলেছে।
নতুন হারে মহার্ঘভাতা ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কত হবে?
কেন্দ্রীয় সরকারের কোনও কর্মীর মূল বেতন যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে মহার্ঘভাতা বেড়ে ৫৬ শতাংশ হলে তাঁরা এই বাবদ ১,০৮০ টাকা করে পাবেন। এখনও পর্যন্ত মহার্ঘভাতা ৯,৫৪০ টাকা। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়তি ৫৪০ টাকা করে পাবেন।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কবে মহার্ঘভাতার বিষয়ে সুখবর পেতে পারেন?
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বেশ কিছুদিন ধরেই মহার্ঘভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও তাঁদের দাবি পূরণ হয়নি।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন
সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। ফলে তাঁরা কবে সুখবর পাবেন স্পষ্ট নয়।