কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়তি ডিএ পাবেন? বেতন বেড়ে কত টাকা হতে পারে?

ইংরাজি নতুন বছরের শুরুতেই একাধিক রাজ্য সরকার মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এবার কেন্দ্রীয় সরকারও মহার্ঘভাতা বৃদ্ধি করতে চলেছে। যদিও অর্থমন্ত্রকের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

Soumya Gangully | Published : Jan 9, 2025 11:14 AM
110
কয়েকদিনের মধ্যেই মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার

প্রতি বছর জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এবার এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

210
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা কত শতাংশ বৃদ্ধি পেতে পারে তা নিয়ে জল্পনা চলছে

গত বছর কেন্দ্রীয় সরকার যখন শেষবার মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করেছিল, তখন ৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এবার কত শতাংশ বৃদ্ধি করা হবে, সে বিষয়ে জল্পনা চলছে।

310
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে জল্পনা চলছে, গতবারের মতো এবারও ৩ শতাংশ ডিও বৃদ্ধি করা হতে পারে

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এবারও একই হারে মহার্ঘভাতা বৃদ্ধি করা হতে পারে।

410
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স যে হারে বাড়ছে, সেই অনুযায়ী ডিএ বৃদ্ধি করা হবে

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ঠিক হয়। এবারও সেই হিসেব করা হচ্ছে।

510
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় অনুযায়ী এবার ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পাওয়া উচিত

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স বেড়ে ১৪৪.৫ হয়েছে। এই হিসেব অনুযায়ী এবার মহার্ঘভাতা ৩ শতাংশ বাড়ানো উচিত।

610
সব হিসেব ঠিক থাকলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বেড়ে ৫৬ শতাংশ হবে

এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৫৩ শতাংশ। কয়েকদিনের মধ্যেই তা বেড়ে ৫৬ শতাংশ হবে বলে জল্পনা চলছে।

710
পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক বাড়ছে

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ১৪ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন। ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে তাঁদের মহার্ঘভাতার ফারাক ৩৯ শতাংশ। কয়েকদিনের মধ্যেই এই ফারাক বাড়তে চলেছে।

810
নতুন হারে মহার্ঘভাতা ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কত হবে?

কেন্দ্রীয় সরকারের কোনও কর্মীর মূল বেতন যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে মহার্ঘভাতা বেড়ে ৫৬ শতাংশ হলে তাঁরা এই বাবদ ১,০৮০ টাকা করে পাবেন। এখনও পর্যন্ত মহার্ঘভাতা ৯,৫৪০ টাকা। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়তি ৫৪০ টাকা করে পাবেন।

910
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কবে মহার্ঘভাতার বিষয়ে সুখবর পেতে পারেন?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বেশ কিছুদিন ধরেই মহার্ঘভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও তাঁদের দাবি পূরণ হয়নি।

1010
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। ফলে তাঁরা কবে সুখবর পাবেন স্পষ্ট নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos