সেরা খবর! এখন থেকে ছেলে-মেয়েরা পাবেন সরকারের থেকে প্রতিমাসে ৫০০০ টাকা, জেনে নিন কীভাবে আবেদন করবেন

 এই প্রকল্পের আওতায় পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে এমন ছেলেমেয়েরা প্রতি মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড পাবে। এই প্রকল্পের মাধ্যমে তাদের কর্মক্ষেত্রে পরিচিতি ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

Deblina Dey | Published : Jan 9, 2025 11:26 AM
113

'লাগে টাকা দেবে গৌড়ি সেন', এই কথাটায় যেন বাস্তবে পরিণত হতে চলেছে। সরকার ছেলে-মেয়েদের সাহায্যের জন্য এক নয়া প্রকল্প জারি করেছে।

213

এই প্রকল্পের মূল লক্ষ হল ছেলেমেয়েদের কর্মসংস্থান দেওয়া। বর্তমান বাজারে যেভাবে প্রতিযোগীতা বেড়েছে, তাতে সরকারি চাকরি পাওয়া স্বপ্ন।

313

ফলে বেসরকারি সংস্থায় চাকরি পাওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বর্তমান প্রজন্মের কাছে চাকরি পাওয়ার আশা অনেকটাই কমে যাচ্ছে। 

413

তাই কেন্দ্রীয় সরকার এইদিকে দৃষ্টিপাত করে, বর্তমান প্রজন্মকে চাকরি পেতে সাহায্য করার জন্যই এই সুবিধা নিয়ে এসেছে।

513

এই প্রকল্পের কথা গত বছরের বাজেটেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই প্রকল্পের নাম হল পিএম ইন্টারশিপ স্কিম। 

613

এই প্রকল্পের সাহায্যে সম্প্রতি পড়াশুনা শেষ করে চাকরি খুঁজছে এমন ছেলেমেয়েদের সাহায্য করবে। 

713

এর জন্য মোদী সরকার এই ছেলমেয়েদের প্রতি মাসে ৫০০০ টাকা স্টাইপেন দেবে

813

কারণ এই প্রকল্পের অধীনে পাঁচ বছরে প্রায় এক কোটি ছেলেমেয়ে সেরা সেরা সংস্থায় প্রশিক্ষণ নেবে। 

913

এর ফলে এই প্রশিক্ষণ নেওয়ার সময়ে তাঁদের কর্মক্ষেত্রে পরিচিতি তৈরি হবে, সেই সঙ্গে দক্ষতা অজর্নের ফলে কাজ পেতে সুবিধা হবে।

1013

এই প্রকল্পে তারাই আবেদন করতে পারবেন যাদের পড়শুনা শেষ হয়েছে। পড়াশুনা চলছে এমন প্রার্থীরা এই প্রকল্পের আওতায় পড়বে না।

1113

এছাড়া বাবা-মা সরকারি চাকরি করলে ছেলেমেয়েরা এই সুযোগ পাবেন না।

1213

অথবা যেই সমস্ত ছাত্র-ছাত্রী ইতিমধ্যে IIT বা IIM-এর ডিগ্রি হয়েছে তারাই এই প্রকল্পের আওতায় পড়বে না। 

1313

এই সুবিধা সেই সমস্ত ছেলে-মেয়েরাই পাবে যাঁদের চাকরির প্রয়োজন ও যোগ্য।খুব শীঘ্রই এই প্রকল্পের আবেদন পক্রিয়া শুরু হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos