সেভিংস অ্যাকাউন্টে মাত্র ১০ লক্ষ টাকা থাকলে দিতে হবে ৬০% কর, প্রকাশ্যে নয়া নির্দেশিকা

Published : Jan 09, 2025, 08:46 AM ISTUpdated : Jan 09, 2025, 08:49 AM IST

সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা করলে প্যান কার্ড ও আয়ের উৎস জানানো বাধ্যতামূলক। উৎস প্রমাণে ব্যর্থ হলে ৬০% কর কাটা হতে পারে। নতুন আয়কর নিয়ম জানুন।

PREV
115

নতুন বছরে বদলেছে একাধিক নিয়ম। ব্যাঙ্ক খোলা বন্ধের সময় পরিবর্তন থেকে শুরু করে EPRO-র নিয়ম বদল হয়েছে।

215

তেমনই আবার তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। এরই সঙ্গে পরিবর্তন হয়েছে আয় কর-র।

315

এবার ফের আয়কর বিভাগে একটি নতুন গাইডলাইন জারি করেছে। যেখানে বলা হচ্ছে, সেভিংস অ্যাকাউন্ট ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা করলে পড়বেন বিপদে।

415

আপনার থেকে কাটা হতে পারে ৬০ শতাংশ কর। প্রকাশ্যে এসেছে বিশেষ নিয়ম। যা না মানলে মোটা ট্যাক্স দিতে হবে।

515

প্রথমত জমা দেওয়ার সময় আপনাকে প্যান কার্ডের তথ্য দিতে হবে। সঙ্গে আরও কয়টি শর্ত মানতে হবে তা না হলে ব্যাঙ্ক কাটবে ৬০ শতাংশ কর।

615

সেভিংস অ্যাকাউন্টেই ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা করলে পড়তে হবে সমস্যায়।

715

প্রকাশ্যে আসা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি যদি তাঁর সেভিংস অ্যাকাউন্ট নগদ ১০ লক্ষ্যের বেশি জমা করেন তবে তার উৎস জানানো বাধ্যতা মূলক।

815

উৎস জানাতে ব্যর্থ হলে কাটবে ৬০ শতাংশ কর। কালো টাকার ওপর নিয়ন্ত্রণ আনতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

915

নিয়ম অনুসারে, আর্থিক বছরে আপনার সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা দিতে হলে সঙ্গে রাখুন প্যান কার্ড ও আয়ের উৎসের প্রমাণ।

1015

RBI নিয়ম অনুসারে, এক আর্থিক বছরে ১০ লক্ষ টাকার বেশি জমা দিলে প্যান কার্ড দিতে হবে। আগে এই সীমা ছিল ৫০,০০০ টাকা। যা বৃদ্ধি করে পরে ২.৫ লক্ষ হয়। বর্তমানে ১০ লক্ষ করা হল।

1115

তেমনই এই নিয়ম এড়ানোর আরও সহজ উপায় হল আয়কর রিটার্ন জমা দিন। আপনার আয়ের উৎস বৈধ হলে কোনও সমস্যা নেই।

1215

তেমনই সমস্ত আয় এবং লেনদেনের নথি সংরক্ষণ করুন যাতে প্রয়োজনে কোনও তদন্তের ক্ষেত্রে তথ্য প্রদান করতে পারেন।

1315

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান কার্ড লিঙ্ক করে রাখুন।

1415

আপনি ১০ লক্ষ টাকার বেশি জমা করতে সঙ্গে আপনার আয়কর রিটার্ন দিন।

1515

এই সকল নিয়ম বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনার ব্যাঙ্কের উপদেষ্টার সঙ্গে কথা বলুন।

click me!

Recommended Stories