গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার কনজিউইমার প্রাইস ইনডেক্সের উপর গড় করেই ডিএ নির্ধারিত হয়েছে। সেই হিসেবে এবার মহার্ঘ ভাতা কমল এই সরকারি কর্মচারীদের।
1112
কোন ক্ষেত্রে ডিএ কমল
ব্যঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতা কমল । সমস্ত সরকারি ব্যাঙ্কেই এই নিয়ম কার্যকর হবে
1212
মূল্যবৃদ্ধির সূচক কমল
মূল্যবৃদ্ধির সূচকের উপর নির্ভর করে প্রতি তিনমাস অন্তর মহার্ঘ ভাতা বাড়ে বা কমে। সেই কারণেই এবার কমল।