উলটপুরাণ! ১% মহার্ঘ ভাতা কমে গেল এই কর্মীদের, রেহাই অবসরপ্রাপ্তদের

Published : May 03, 2025, 04:45 PM IST

DA reduced: এতদিন এই সংস্থার কর্মীরা ২১.২ শতাংশ ডিএ পাচ্ছিলেন। এবার তা কমে যাবে। তবে রেহই পেয়েছেন অবসরপ্রপ্তরা। 

PREV
112
ডিএ কমল

সাধারণত সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি পায়। কিন্তু এবার এই কর্মীদের ডিএ কমে গেল।

212
সাধারণত ডিএ বাড়ে

সাধারণ সরকারি কর্মীদের ডিএ বা মহর্ঘ ভাত বাড়ে। এই এই কর্মীদের ক্ষেত্রে হল উল্টো।

412
১ শতাংশের বেশি কমল

এই কর্মীদের ডিএ ১.২৩ শতাংশ কমল

512
বর্তমানে ডিএ

বর্তমানে এই কর্মীরা ১৯.৯৭ শতাংশ ডিএ পাবেন

612
কার্যকর

কমে যাওয়া ডিএ কার্যকর হবে চলতি মাস থেকেই, অর্থাৎ মে মাস থেকে।

712
বাদ অবসরপ্রাপ্তরা

তবে ব্যাঙ্ক কর্মচারীরাদের ডিএ কমলেও অবসরপ্রাপ্তদের ডিএ একই থাকবে। তাদের ডিএতে ছাঁটাইহয়নি।

812
ব্যাঙ্ক কর্মীদের ভাতা

ব্যাঙ্ক কর্মীদের ভাতা সাধরণত তিন মাস অন্তর পরিবর্তন করা হয়। কখনও বাড়ে। কখনও আবার কমে।

912
ডিএ নির্ভর

ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার কনজিউইমার প্রা‌ইস ইনডেক্সের উপর গড় করেই ডিএ নির্ধারিত হয়েছে।

1012
জানুয়ারি থেকে মার্চ

গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার কনজিউইমার প্রা‌ইস ইনডেক্সের উপর গড় করেই ডিএ নির্ধারিত হয়েছে। সেই হিসেবে এবার মহার্ঘ ভাতা কমল এই সরকারি কর্মচারীদের।

1112
কোন ক্ষেত্রে ডিএ কমল

ব্যঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতা কমল । সমস্ত সরকারি ব্যাঙ্কেই এই নিয়ম কার্যকর হবে

1212
মূল্যবৃদ্ধির সূচক কমল

মূল্যবৃদ্ধির সূচকের উপর নির্ভর করে প্রতি তিনমাস অন্তর মহার্ঘ ভাতা বাড়ে বা কমে। সেই কারণেই এবার কমল।

click me!

Recommended Stories