DA and Arrears Package: বাড়তি ১০ হাজার টাকার সঙ্গে মিলবে বোনাস! মে মাসেই মোটা টাকা ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে?

Published : May 03, 2025, 12:08 PM IST

DA and Arrears Package: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির খবর। ৪ শতাংশ ডিএ বৃদ্ধি সহ মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে। মে মাসের তৃতীয় সপ্তাহে ডিএ এবং বোনাস মিলিয়ে মোটা টাকা পাবেন কর্মীরা।

PREV
112

দারুণ খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central government staff) জন্য। এবার অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।

212

বাজার দরের মূল্য বৃদ্ধির ওপর নজর রেখে কর্মীদের ডিএ (DA) বৃদ্ধি হয়। সেই নিরিখে ফের ডিএ বাড়ছে বলে খবর।

312

এবার নাকি ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে মোদী সরকার (Modi Government)। গণনা বলছে, ডিএ এবং এরিয়ার নিয়ে মোট ১০ থেকে ১৮ হাজার টাকা বাড়তি পাবেন কর্মীরা।

412

শীঘ্রই উপকৃত হবেন গ্রুপ বি, সি এবং ডি কর্মীরা (Group B, Group C, Group D employees)। এবার জানা গেল কবে ঢুকবে টাকা?

512

শোনা যাচ্ছে, মে (May) মাসের তৃতীয় সপ্তাহে ডিএ এবং বোনাস মিলিয়ে মোটা টাকা ঢুকতে পারে সরকারী কর্মীদের অ্যাকাউন্টে।

612

শীঘ্রই উপকৃত হবেন ৫০ লক্ষ সরকারি কর্মী (Employees) এবং ৬৫ লক্ষ পেনশন হোল্ডাররা (Pension Holder)।

712

সমস্ত কেন্দ্রীয় সরকরি কর্মী, রেল কর্মী, কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের শিক্ষক, প্রতিরক্ষ বেসামরিক নাগরিক এবং সশস্ত্র বাহিনীর কর্মীরা উপকৃত হবেন।

812

শোনা যাচ্ছে, সপ্তম পে কমিশনের (Seventh Pay Commission) আওতায় ৪ শতাংশ ডিএ বাড়ছে। ফলে মাসে ৭২০ থেকে ৩১৫২ টাকা পর্যন্ত বাড়বে কর্মীদের।

912

তেমনই হিসেব বলছে, ভারতীয় রেলের (Rail) গ্রুপ সি স্টাফরা এবার পেতে পারেন ৭ হাজার টাকা বোনাস।

1012

ডিফেন্সের কর্মীরা পেতে পারেন ৬৮০০ থেকে ৭ হাজার টাকা বোনাস। তেমনই শিক্ষকরা পেতে পারেন ৭ হাজার টাকা বোনাস।

1112

ডাক কর্মীরা পেতে পারেন ৬৯০০ থেকে ৭১০০ টাকা বোনাস। মন্ত্রালয়ের কর্মীরা পেতে পারেন ৬৫০০ থেকে ৭ হাজার টাকা বোনাস।

1212

সব মিলিয়ে সরকারি কর্মীদের (Central government staff) জন্য দারুণ খবর। শীঘ্রই উপকৃত হবেন তারা। চলতি মাসেই পাবেন মোটা টাকা।

click me!

Recommended Stories