৫৫% ডিএ ঘোষণা করে তাক লাগালেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের সমান হারে মহার্ঘ ভাতা পাবেন এরা

Published : May 03, 2025, 01:12 PM IST

DA hike: এই দেশেই বেশ কয়েকি রাজ্য রয়েছে যারা তাদের রাজ্যের সরকারি কর্মীদের কেন্দ্রের সমান ডিএ বা মহার্ঘ ভাতা দিয়ে থাকে। তালিকায় জুড়ল আরও একটি নাম। 

PREV
112
কেন্দ্রের সমান ডিএ

এই রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘ দিনের দাবি কেন্দ্রের সঙ্গে সমান ডিএ বা মহার্ঘ ভাতা। কিন্তু তাতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার।

212
ডিএ-র দাবিতে লড়াই

কেন্দ্রের সমান ডিএ-সহ একগুচ্ছ দাবিতে এই রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই লড়াই করছেন। আইনি লড়াইয়ের পাশাপাশি অবস্থান বিক্ষোভ মিছিলও করছেন।

312
কেন্দ্রের সমান ডিএ

কিন্তু এই দেশেই বেশ কয়েকি রাজ্য রয়েছে যারা তাদের রাজ্যের সরকারি কর্মীদের কেন্দ্রের সমান ডিএ বা মহার্ঘ ভাতা দিয়ে থাকে।

412
নতুন সংযোজন

সেই তালিকায় জুড়ল আরও একটি নাম। সেই রাজ্য হচ্ছে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড।

512
কেন্দ্রের ডিএ

বর্তমানে কেন্দ্রের সরকার কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন।

612
উত্তরাণ্ডের ডিএ ঘোষণা

সম্প্রতি উত্তরাখণ্ডের সরকার রাজ্য সরকারি কর্মীদের ২% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হবে।

712
৫৫% ডিএ

যার কারণে এবার থেকে তারা কেন্দ্রের সমান অর্থাৎ ৫৫% হারে ডিএ পাবেন।

812
এতদিন ডিএ ছিল

এতদিন উত্তরাখণ্ডেরসরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পাচ্ছিলেন। তাই সরকারি ঘোষণায় খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্যে।

912
উপকৃত হবেন

সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের বর্তমান সরকারি কর্মীরা আর পেনশনভোগীরাও।

1012
ডিএ কার্যকর

শুক্রবারই উত্তরাখণ্ড সরকার ২% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির করেছেন, নতুন এই ডিএ কার্যকর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।

1112
কেন্দ্রের সঙ্গে বাংলার ফারাক

এই অবস্থায় কেন্দ্রের সঙ্গে বাংলার সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় ৩৭%।

1212
বাংলার কর্মীদের ডিএ

বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বর্তমানে ১৮% ডিএ পাচ্ছেন।

click me!

Recommended Stories