সেই তালিকায় জুড়ল আরও একটি নাম। সেই রাজ্য হচ্ছে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড।
512
কেন্দ্রের ডিএ
বর্তমানে কেন্দ্রের সরকার কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন।
612
উত্তরাণ্ডের ডিএ ঘোষণা
সম্প্রতি উত্তরাখণ্ডের সরকার রাজ্য সরকারি কর্মীদের ২% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হবে।
712
৫৫% ডিএ
যার কারণে এবার থেকে তারা কেন্দ্রের সমান অর্থাৎ ৫৫% হারে ডিএ পাবেন।
812
এতদিন ডিএ ছিল
এতদিন উত্তরাখণ্ডেরসরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পাচ্ছিলেন। তাই সরকারি ঘোষণায় খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্যে।
912
উপকৃত হবেন
সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের বর্তমান সরকারি কর্মীরা আর পেনশনভোগীরাও।
1012
ডিএ কার্যকর
শুক্রবারই উত্তরাখণ্ড সরকার ২% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির করেছেন, নতুন এই ডিএ কার্যকর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।
1112
কেন্দ্রের সঙ্গে বাংলার ফারাক
এই অবস্থায় কেন্দ্রের সঙ্গে বাংলার সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় ৩৭%।
1212
বাংলার কর্মীদের ডিএ
বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বর্তমানে ১৮% ডিএ পাচ্ছেন।