১ বা ২ নয়, এক ধাক্কায় ১২% DA বৃদ্ধি! আচমকাই কপাল খুলল কেন্দ্রীয় সরকারি কর্মীদের

সম্প্রতি নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়েছে। যার ফলে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। এই আবহেই ফের খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য।

Parna Sengupta | Published : Jan 8, 2025 2:05 PM
115

দুর্দান্ত খবর পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা।

215

১ বা ২ নয়, এক ধাক্কায় ১২% DA বৃদ্ধি! আচমকাই কপাল খুলল কেন্দ্রীয় সরকারি কর্মীদের

315

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়েছে। যার ফলে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে

415

আগে এই DA এর পরিমাণ দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। কিন্তু এদিকে রাজ্য সরকার এখনও রাজ্যের সকল কর্মীদের DA ১৪ শতাংশই রেখে দিয়েছে।

515

যার ফলে কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি এবং বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আন্দোলন এখনও জারি আছে।

615

এদিকে এই আবহে ফের ১২ শতাংশ DA বৃদ্ধি করার পরিকল্পনা করল কেন্দ্র।

715

জানা গিয়েছে, কিছু দিন আগেই সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মীদের ৩% DA বাড়িয়েছে সরকার।

815

ইকোনোমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, এবার পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মীদেরও DA এর পরিমাণ বাড়ানো হতে চলেছে।

915

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে এমনই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, পঞ্চম বেতন কমিশনের অধীনে যে সকল সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন, তাঁদের মহার্ঘ ভাতা বা DA এর পরিমাণ ১২% বাড়ানো হবে।

1015

ফলে ৫ম বেতন কমিশনের আওতায় DA পাওয়া যাবে ৪৫৫% হারে। চলতি বছরের ১ জুলাই থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

1115

অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রেও খুশির হাওয়া বইছে। এই কমিশনের অধীনে যে সকল কর্মীরা কাজ করছে তাঁদেরও DA বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

1215

একেবারে ৭% বাড়িয়ে DA এর পরিমাণ ২৪৬% করা হয়েছে। আগে তাঁরা DA এ হিসেবে পেত ২৩৯%। তবে এবার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

1315

১ জুলাই থেকে এই বর্ধিত DA কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। যার ফলে কর্মীরা মাসিক প্রায় ৩০০০ টাকা করে বেশি মিলবে। এবং প্রাপ্ত অর্থ হবে ১,০৫,৭৮০ টাকা।

1415

পাশাপাশি পঞ্চম বেতন কমিশনের আওতায় কর্মরত কর্মীদের মূল বেতন যদি ৪৩,০০০ টাকা হয় এবং তিনি যদি ২৩৯% হারে ডিএ পান, সেক্ষেত্রে মোট প্রাপ্ত অর্থ হবে ১,০২,৭৭০ টাকা।

1515

প্রসঙ্গত, সরকার বছরে দুইবার DA সংশোধন করে। একবার জানুয়ারিতে এবং একবার জুলাই মাসে। তবে এটি সম্পূর্ণ বেতন কমিশনের উপর ভিত্তি করে এবং কাজের ধরনের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos