সদ্য এই নিয়ে মন্তব্য করছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি জানিয়েছেন, দ্রুত উদ্ধারকাজের জন্য জেলা প্রশাসন, পুলিশ, ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মা বলেন, শতাধিক মানুষ আহত হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ থাকায় মৃত্যু সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।