সঙ্গে ডেবিট কার্ড নেই? আধারের সাহায্যেই সহজে এটিএম থেকে তুলতে পারবেন টাকা

Published : Sep 06, 2025, 12:43 AM IST
ATM Card Cardless Cash Withdrawal

সংক্ষিপ্ত

ATM Withdrawal: এটিএম কার্ড হারিয়ে ফেলেছেন? আধার কার্ডের মাধ্যমেই এবার এটিএম থেকে সহজে তুলতে পারবেন টাকা। জেনে নিন বিস্তারিত পদ্ধতি। এই পদ্ধতি জানা থাকলে আর সমস্যা থাকবে না।

Aadhar Card: তাড়াহুড়ো করে বাড়ি থেকে অফিসের জন্য বেরোতে গিয়ে অথবা কোথাও যেতে গিয়ে অনেক সময় আমরা ওয়ালেট বাড়িতে ফেলে রেখে চলে যাই। বেশিরভাগ সময় ওয়ালেটের মধ্যেই থাকে ডেবিট কার্ড। ফলে ওয়ালেট সঙ্গে না থাকলে ডেবিট কার্ডও থাকে না। অনেক সময় ডেবিট কার্ড কোনওভাবে খোয়াও যেতে পারে। সেক্ষেত্রে রাস্তায় বেরিয়ে তখন সমস্যায় পড়তে হয় আমাদের।এই অবস্থায় কী করা যায় যদি আমাদের জরুরি ভিত্তিতে নগদ টাকার প্রয়োজন হয়? চিন্তা নেই। এখন ডেবিট কার্ড ছাড়াও আপনি টাকা তুলতে পারবেন। ভাবছেন কীভাবে এটা সম্ভব? উপায় একটাই যেটা হল আপনার আধার কার্ড।

আধার কার্ডের মাধ্যমেই টাকা তোলা যাবে?

হ্যাঁ, চমকে গেলেন তো! আধার কার্ডই আপনাকে সহায়তা করবে। এই পদ্ধতিটি অনেকের কাছেই অজানা। ডেবিট কার্ডের মতোই আপনি আধার কার্ড ব্যবহার করে খুব সহজে টাকা তুলতে পারবেন। তাহলে জেনে নিন কীভাবে আপনি টাকা পেতে পারেন।

আধারের সাহায্যে কীভাবে টাকা তুলবেন?

এন্টার আধার পেমেন্ট সিস্টেম(AePS), প্রক্রিয়ায় টাকা তোলার ধাপগুলো দেওয়া হল-

প্রথমেই আপনার কাছাকাছি কোনও মাইক্রো এটিএম বা ব্যাঙ্কিং করেসপন্ডেন্ট-এর কাছে যেতে হবে। সেখানে নগদ টাকা তোলার অপশনটি বেছে নিন। তারপর ওতে নিজের পিন নম্বর এবং এলাকার পিন কোড দিতে হবে। এবার আধার নম্বর দিন এবং আপনার আঙুলের ছাপ স্ক্যান করুন। সফলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনি একটি রসিদ পাবেন। এই প্রক্রিয়ায় কত টাকা তোলা যাবে, তা অবশ্য প্রতিটি ব্যাঙ্কের উপর নির্ভর করে। কারণ একেকটি এক এক রকম নিয়ম। তাই ব্যাঙ্কের ক্ষেত্রে তোলার সীমা ভিন্ন হতে পারে। শুধু নগদ টাকা তোলাই নয়, এই পদ্ধতিতে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও দেখতে পারবেন, টাকা জমা দিতে পারবেন এবং অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতেও পারবেন। তাই জরুরি পরিস্থিতিতে এটিএম কার্ড না থাকলেও আধার কার্ডই হয়ে উঠতে পারে আপনার সঠিক মাধ্যম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল