যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাচ্ছে পাকিস্তান, পড়শিকে কড়া জবাব দিতে মোদীর বাড়িতে প্রতিরক্ষামন্ত্রী

Published : Apr 28, 2025, 12:55 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Defense Minister Rajnath Singh: মারের বদলা মার! জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকরের উপর জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। আরও পড়ুন…         

Defence Minister Rajnath Singh: মারের বদলা মার! জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকরের উপর জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। দলমত নির্বিশেষে দাবি উঠেছে একটাই পাকিস্তানকে এবার যোগ্য জবাব দিতে হবে। এখনই সময় পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। স্থগিত রাখা হয়েছে সিন্ধু জল চুক্তি। বাতিল করে দেওয়া হয়েছে সার্ক ভিসা। অবিলম্বে পাকিস্তানে ফিরতে বলা হয়েছে সার্ক ভিসায় এদেশে ডাক্তার দেখাতে আসা পাক নাগরিকদের।

আর দুই দেশের এই উত্তেজনার মধ্যে সোমবার সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাসভবনে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সূত্রের খবর, কাশ্মীরের পহেলগাঁওয়ের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করার জন্য এদিন তার বাসভবনে যান রাজনাথ সিং। জানা গিয়েছে এর আগে চিফ অফ জেনারেল স্টাফ (CDS) অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।

 

 

জানা গিয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় ("এলওসি") পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় গুলি চালানো শুরু করেছে। এই নিয়ে পরপর চারবার পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করলো। এই বিষয়ে ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ২৭ এপ্রিল রাতে পাকিস্তানি সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি চালানো শুরু করে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ভারতীয় বাহিনীও দ্রুততার সঙ্গে এর পাল্টা জবাব দিয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরন তৃণভূমিতে ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরী স্থানীয় বাসিন্দাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে জঙ্গিরা। কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা রদ হওয়ার পর উপত্যকায় এটি অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে মনে করছে সরকার।

অন্যদিকে, পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, তিনি বলেন, ''পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার- যেখানে ঘৌরি, শাহিন ও গজনভির মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ১৩০টি পরমাণু বোমা রয়েছে। তা শুধুমাত্র ভারতের জন্যই তৈরি করে রাখা হয়েছে।''

সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত যদি পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করার দুঃসাহস দেখায়, তাহলে তাদের "পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে" হবে বলে কড়া হুঁশিয়ারি দেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি আরও স্পষ্ট করে বলেন, ''পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার প্রদর্শনের জন্য নয়। সেগুলি দেশের বিভিন্ন প্রান্তে গোপন স্থানে রাখা আছে এবং কোনও প্রকার উস্কানি পেলে তা আঘাত হানতে প্রস্তুত।''

মন্ত্রী আব্বাসি আরও বলেন, "যদি তারা আমাদের জল সরবরাহ বন্ধ করে, তাহলে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। আমাদের কাছে যে সামরিক সরঞ্জাম, যে ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলি দেখানোর জন্য নয়। দেশের কোথায় আমরা আমাদের পারমাণবিক অস্ত্র রেখেছি, তা কেউ জানে না। আমি আবারও বলছি, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো, তাদের সবগুলোই তোমাদের দিকে তাক করা।"

তবে পাক মন্ত্রীর এই মন্তব্যের কোনও জবাব না দিলেও সোমবারই পাল্টা অ্যাকশন মোড নেয় ভারত। জানা গিয়েছে, ভারত সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে জম্মু ও কাশ্মীরের পহেলগামে হওয়া জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর, ভারত পাকিস্তানের বিরুদ্ধে ক্রমাগত পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারত পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, এই তালিকায় ডন নিউজ, সামা টিভি, আর্য নিউজ, জিও নিউজ সহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে।

 

 

সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা এবং বিভ্রান্তিকর বিবৃতি এবং ভুল তথ্য সম্প্রচারের জন্য ডন নিউজ, সামা টিভি, আর্য নিউজ, জিও নিউজ সহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে বলে সূত্রের খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে