বিজেপি হাইজ্যাক করল মমতার সাধের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প! অনুদান বেড়ে হচ্ছে ২১০০ টাকা

Published : Jan 17, 2025, 06:15 PM IST
Delhi Assembly Election 2025 BJP promises to launch Lakshmi Bhandar in the national capital bsm

সংক্ষিপ্ত

বিজেপির নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে বিজেপি ক্ষমতায় এলে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে মাসে ২৫০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। 

ওড়িশার পর এবার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar)-এর মত প্রকল্প চালু করা হবে দিল্লিতে (Delhi)। দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election 2025) আগে তেমনই প্রতিশ্রুতি দিল বিজেপি (BJP)। তবে দিল্লিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম হবে মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samriddhi Yojana)। শনিবার বিজেরির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। সেখানেই তিনি ঢালাও প্রতিশ্রুতি দেন। তিনি জানিয়েছেন বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় বিজেপি এলে এজাতীয় প্রকল্পগুলি চালু করা হবে।

বিজেপির নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর  ভাণ্ডারের মত  মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে মাসে ২৫০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। পাশাপাশি ৫০০ টাকার রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে। এখানেই শেষ নয়, দোল আর দীপাবলিতে বিনামূল্য একটি করে সিলিন্ডার দেওয়ার কথাও ঘোষণা করেছে বিজেপি।

তবে বিজেপি প্রথম নয়, আগেই শাসক দল আপ লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে। প্রকল্পের নাম করা হয়েছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা প্রকল্প। এই প্রকল্পে ১৮ বছরের উর্ধ্বে মহিলাদের মাসে ১০০০ হাজার টাকা করে দেওয়া হয়। যদি আরও একবার আপ ক্ষমতায় আসে তাহলে অনুদানের টাকা বাড়িয়ে ২১০০ টাকা করে দেওয়া হবে বেও ঘোষণা করেছে আপ। পাল্টা কংগ্রেস মহিলাদের জন্য ২৫০০ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করেছে। এবার সেই একই পথে হেঁটে মহিলাদের অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি।

২০১৫ সালে দিল্লি বিধানসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আপ। এবার ত্রিমুখী লড়াই হবে দিল্লি। আম আদমি পার্টির সঙ্গে লড়াই হবে কংগ্রেস আর বিজেপির। যদিও দিল্লি বিধানসভা নির্বাচনে আপ কংগ্রেসের সঙ্গে জোট করবে না। একা একা লড়াই করবে বলেও জানিয়েছেন কেজরিওয়াল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি