কোটি কোটি টাকার মালিক বিজেপির প্রবেশ বর্মা, কিন্তু মাথার ওপর দেনা কয়েক লক্ষ টাকার
প্রায় তিন হাজারেরও বেশি ভোটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন বিজেপির প্রবেশ বর্মা। জাতীয় রাজধানীতে গুঞ্জন আগামী পাঁচ বছর তাঁরই হাতে থাকতে পারে দিল্লি শাসনের ভার।
- FB
- TW
- Linkdin
)
প্রবেশ বর্মা
প্রায় তিন হাজারেরও বেশি ভোটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন বিজেপির প্রবেশ বর্মা। জাতীয় রাজধানীতে গুঞ্জন আগামী পাঁচ বছর তাঁরই হাতে থাকতে পারে দিল্লি শাসনের ভার।
কেজরিওয়ালের গড়ে প্রবেশের প্রবেশ
অরবিন্দ কেজরিওয়ালের গড় হিসেবেই পরিচিত নতুন দিল্লি। কেজরিওয়ালের গ়ড়েই প্রবেশ ধাক্কা দিলেন আম আদমি পার্টির নেতাকে। তাঁর পুরো নাম প্রবেশ সাহিব সিং বর্মা।
প্রবেশের পরিচিয়
রাজনীতিতে মোটেও আনকোরা নন প্রবেশ বর্মা। উত্তরাধিকার সূত্রেরই এসেছেন রাজনীতির ময়দানে।
প্রবেশের বাবা ও মা
প্রবেশ বর্মার বাবা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সহ-সভাপতি সাহিব সিং বর্মার ছেলে। মাও ছিলেন রাজনীতির সঙ্গে যুক্ত।
রাজনীতিতে প্রবেশের যাত্রাপথ
প্রবেশ বর্মাও দীর্ঘদিন পোড় খাওয়া রাজনীতিবিদ। ২০১৩ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে মেহরাউলি আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। ২০১৪ সালে পশ্চিম দিল্লি লোকসভা থেকে সাংসদ হন। ২০১৯ সালেও একই কেন্দ্র থেকে ৫ লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন।
প্রবেশের সম্পত্তি
প্রবেশ বর্মার সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি ৭৭ কোটি ৮৯ লক্ষ টাকার মালিক। তবে দেনার পরিমাণও নেহাত কম নয়। হলফনামা অনুযায়ী ৬২ কোটি ৬০ লক্ষ টাকা দেনা রয়েছে প্রবেশের মাথার ওপর।
স্ত্রীর সম্পত্তি
প্রবেশের স্ত্রী ১৭ কেটি ৫৩ লক্ষ টাকার সম্পত্তির মালকিন। প্রবেশ ও তাঁর স্ত্রীর সম্পত্তির মূল উৎসই হল ব্যবসা।
প্রবেশের গাড়ি
প্রবেশের কাছে ৯ লক্ষ, ৩৬ লক্ষ এবং ১১ লক্ষের তিনটি এসইউভি রয়েছে। স্নাতক ডিগ্রি রয়েছে। পাশাপাশি রয়েছে এমবিএ ডিগ্রিও।
দিল্লিতে জল্পনা
জাতীয় রাজধানীতে গুঞ্জন প্রবেশ বর্মাকেই করা হতে পরেন আগামী দিনে দিল্লির মুখ্যমন্ত্রী। কারণ দীর্ঘ দিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে তাঁর পরিবার।
দিল্লিতে বিজেপির বড় জয়
দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন দীর্ঘ ২৭ বছর পরে। দিল্লিতে একক সংখ্য গরিষ্ঠ হয়েই দিল্লি বিধানসভায় ফিরছে বিজেপি।