'লেটস নট ফরগেট', আজ থেকেই শুরু হচ্ছে তিনব্যপী কার্গিল যুদ্ধের নায়কদের ভার্চুয়াল শ্রদ্ধাজ্ঞাপন

করোনা-র থাবা কার্গিল বিজয় দিবস পালনেও

আরও অনেক কিছুর মতো এবার কার্গিলের নায়কদের স্মরণও হচ্ছে অনলাইনে

লেট্স নট ফরগেট নামে এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করছে দিল্লির এক শপিং মল

আজ থেকে তিনদিন ধরে চলবে এই ভার্চুয়াল শ্রদ্ধাজ্ঞাপন

 

দেশাত্মবোধক গানে ভরে যেত এলাকাটা। দেখানো হত দেশাত্মবোধক সিনেমা। কার্গিল যুদ্ধের নায়কদের সম্মান জানানো হত। এভাবেই গত ৮ বছর ধরে কার্গিল বিজয় দিবস পালন করা হত দিল্লির 'সিলেক্ট সিটিওয়াক' শপিং মলে। কিন্তু এই বছর বাধ সেধেছে করোনা। শারীরিক দূরত্ব ও জনসমাগমের বিধি মেনে এই ধরণের শ্রদ্ধাঞ্জলী সম্ভব নয়। তাই, এবার ভার্চুয়াল জগতে অর্থাৎ ইন্টারনেটেই কার্গিল যুদ্ধের নায়কদের শ্রদ্ধা জ্ঞাপনের দুর্দান্ত পরিকল্পনা করেছে তারা।  

২৬ তারিখ কার্গিল বিজয় দিবস। তার দুদিন আগে, অর্থাৎ শুক্রবার থেকেই 'লেটস নট ফরগেট' নামে কার্গিলের নায়কদের স্মরণে একটি অনলাইন প্রচার শুরু করছে তারা। কার্গিলের বীর সেনানিরা তাদের পরিবারে যেসব চিঠি লিখতেন, সেইসব চিঠির বেশ কিছু অংশ প্রকাশ করা হবে আগামী তিন দিন (২৪-২৬ জুলাই) ধরে। এছাড়া কার্গিলের সেনাদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও-ও তৈরি করা হয়েছে। সেইসঙ্গে সাধারণ মানুষের জন্য থাকছে একটি আকর্ষণীয় প্রতিযোগিতাও। যিনি জয়ী হবেন, তাঁকে কার্গিল যুদ্ধের অন্যতম নায়ক বীরচক্র পদকপ্রাপ্ত ক্যাপ্টেন বিজয়ন্ত থাপার-এর স্বাক্ষর করা আত্মজীবনী দেওয়া হবে পুরস্কার হিসাবে।

Latest Videos

এই বিষয়ে 'সিলেক্ট সিটিওয়াক' মলের ডিরেক্টর তথা সিইও নিমেষ অরোরা জানিয়েছেন, এই অনলাইন প্রচারের লক্ষ্য হল কার্গিলের বীর সেনাদের শ্রদ্ধাজ্ঞাপনে দেশবাসীকে একত্রিত করা। তাদের আত্মত্য়াগকে স্মরণ করা। তিনি জানিয়েছেন এর আগের বছরগুলিতে কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে বহু মানুষ তাঁদের মলে ভিড় জমাতেন। দারুণ সাড়া মিলেছিল এই অনুষ্ঠানে। এই বছর কোভিড মহামারির জন্য মলে সেই আয়োজন করা যাচ্ছে না, তাই তাঁদের কথা ভেবেই আরও এই ভার্চুয়াল শ্রদ্ধাজ্ঞাপনের পরিকল্পনা করা হয়েছে। এতে করে দিল্লিবাসীর বাইরে আরও বেশি মানুষের অংশগ্রহণ আশা করছেন তাঁরা।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury