দিল্লি বিস্ফোরণ: আত্মঘাতী বোমা হামলার ব্যাখ্যা, ভাইরাল উমর নবির ভিডিও

Published : Nov 18, 2025, 12:42 PM ISTUpdated : Nov 18, 2025, 12:55 PM IST
Delhi Red Fort blast accused doctor Umar un Nabi Video

সংক্ষিপ্ত

Delhi Blast: দিল্লিতে বিস্ফোরণের পর বেশ কয়েকদিন কেটে গেলেও, তদন্ত শেষ হয়নি। দেশজুড়ে ছড়িয়ে থাকা জঙ্গি জাল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মৌলবাদ কীভাবে মাথাচাড়া দিচ্ছে, সে বিষয়েও উদ্বেগ বাড়ছে।

DID YOU KNOW ?
দিল্লিতে আত্মঘাতী হামলা
জঙ্গি চিকিৎসকের ভাইরাল ভিডিওতে স্পষ্ট হয়ে গিয়েছে, সে দিল্লিতে লালকেল্লার কাছে আত্মঘাতী হামলা চালিয়েছে। সে এর ব্যাখ্যাও দিয়েছে।

Dr Umar Mohammad: নিজে শুধু হামলা চালিয়ে নিরীহ মানুষ মারাই নয়, আত্মঘাতী বোমা হামলায় অন্যদের উৎসাহ দেওয়ার চেষ্টাও করেছে ড. উমর-উন-নবি (Dr Umar-un-Nabi) ওরফে ড. উমর মহম্মদ। তার রেকর্ড করা এক ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে তাকে আত্মঘাতী হামলার বিষয়ে 'ভুল ধারণা' দূর করার চেষ্টা করতে দেখা গিয়েছে। সে আত্মঘাতী বোমা হামলাকে 'শহিদত্ব পাওয়ার অভিযান' বলে ব্যাখ্যা করেছে। এই ভিডিওতে সে বলেছে, ‘আত্মঘাতী হামলা নিয়ে অনেক মত শোনা গিয়েছে। এর বিরুদ্ধে অনেকে মত প্রকাশ করেছেন। যখন কোনও ব্যক্তি নির্দিষ্ট সময়ে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়ে যান, তখন তাকে শহিদত্ব পাওয়ার অভিযান বলা যেতে পারে। তিনি এই অনুমান করে যান না যে একজন নির্দিষ্ট ব্যক্তির মৃত্যু হবে। তাঁর এক নির্দিষ্ট সময়ে মৃত্যু হতে চলেছে। আমার নিজের ক্ষেত্রে আমাদের সেই পরিস্থিতি নেই।’

দিল্লিতে আত্মঘাতী হামলা

দিল্লিতে (Delhi) লালকেল্লার (Red Fort) কাছে ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শুরু থেকেই তদন্তকারীদের সন্দেহ ছিল, আত্মঘাতী হামলা চালানো হয়েছে। উমরের ভিডিওতে স্পষ্ট হয়ে গিয়েছে, সে আত্মঘাতী হামলাই চালিয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী আত্মহত্যা নিষিদ্ধ। কিন্তু বিভিন্ন দেশে আত্মঘাতী হামলা দেখা গিয়েছে। এবার ভারতেও সেই ধরনের হামলা চালানো হল। এ বিষয়ে উমর বলেছে, ‘যেটাকে আত্মঘাতী হামলা বলা হয়, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এ বিষয়ে ভুল বোঝা হয়। ইসলামে এটা শহিদত্ব অর্জন করার অভিযান। এ বিষয়ে একাধিক বিরুদ্ধ মত রয়েছে। এর বিরুদ্ধে অনেক মত রয়েছে। কখন এবং কোথায় মৃত্যু হবে, সে বিষয়ে কেউই নির্দিষ্টভাবে বলতে পারে না। অদৃষ্টে থাকলে তবেই মৃত্যু হবে। মৃত্যুকে ভয় পাওয়া উচিত নয়।’

 

 

পরিকল্পনা করেই দিল্লিতে হামলা

তদন্তকারীরা প্রাথমিকভাবে সন্দেহ করছিলেন, ভয় পেয়ে গিয়েই লালকেল্লার কাছে হামলা চালায় উমর। কিন্তু তার রেকর্ড করা ভিডিওতে স্পষ্ট হয়ে গিয়েছে, সে আত্মঘাতী হামলা চালানোর জন্য তৈরি ছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু।
দিল্লিতে লালকেল্লার কাছে ভয়ঙ্কর বিস্ফোরণে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্মানে সেজে উঠেছে পিএম হাউস, মোদীর সঙ্গে বিশেষ ছবি
উত্তরপ্রদেশের বাচ্চাদের জন্য সুখবর, প্রতি জেলায় স্টেডিয়াম, ব্লকে মিনি স্টেডিয়াম