Delhi Blast News: চিকিৎসক আদিলের কাছে অস্ত্র পৌঁছে দেয় ঘাতক টেকনিশিয়ান! ধরা পড়ল শ্রীনগর থেকে, নেপথ্যে আরেক পাক হ্যান্ডলার

Published : Nov 23, 2025, 02:25 PM IST
Delhi Blast News: চিকিৎসক আদিলের কাছে অস্ত্র পৌঁছে দেয় ঘাতক টেকনিশিয়ান! ধরা পড়ল শ্রীনগর থেকে, নেপথ্যে আরেক পাক হ্যান্ডলার

সংক্ষিপ্ত

Delhi Blast News: জম্মু-কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তাবাহিনী নিয়াজ়কে প্রথমে আটক করে। তারপর স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA)-র হাতে তাঁকে তুলে দেয় তারা। এরপর নিয়াজ়কে গ্রেফতার করে এসআইএ।

Delhi Blast News: দিল্লী বিস্ফোরণকাণ্ডে তদন্ত এগোচ্ছে জোরকদমে। এবার জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে গ্রেফতার হলেন এক টেকনিশিয়ান (delhi blast news live)। ধৃত সেই ব্যক্তির নাম তুফেইল নিয়াজ়। সূত্রের খবর, একজন পাক হ্যান্ডলারের কাছে থেকে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে, তুফেইল তা পৌঁছে দেন সরকারি মেডিক্যাল কলেজের সেই চিকিৎসক তথা বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত এবং ‘ডক্টর টেরর মডিউল’-এর অন্যতম সদস্য আদিল রাথরের কাছে (delhi blast news)। 

নিরাপত্তাবাহিনী নিয়াজ়কে প্রথমে আটক করে

জম্মু-কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তাবাহিনী নিয়াজ়কে প্রথমে আটক করে। তারপর স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA)-র হাতে তাঁকে তুলে দেয় তারা। এরপর নিয়াজ়কে গ্রেফতার করে এসআইএ।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে নভেম্বর মাসে, জইশ-ই-মহম্মদ এবং আনসার গজ়জওয়াত উল হিন্দ-এর একটি ‘টেরর মডিউল’-এর হদিশ পায় পুলিশ। সেই সূত্র ধরেই অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসক আদিল রাথরের খোঁজ মেলে। তারপরই তল্লাশি চালিয়ে রাথরের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। 

এরপর সেই রাথরের সূত্র ধরেই ফরিদাবাদে ‘ডক্টর টেরর মডিউল’-এর হদিশ পান তদন্তকারীরা। সেখানে তল্লাশি অভিযান চালিয়ে জম্মু-কাশ্মীর পুলিশ ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে। সেইসঙ্গে, গ্রেফতার করা হয় আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মুজা়ম্মিল গনাইকে। 

তারপরেই গ্রেফতার করা হয় চিকিৎসক শাহীন সইদকে। উল্লেখ্য, মুজ়াম্মিল, শাহীন, আদিল এবং উমর নবি, তারা সকলেই ‘টেরর মডিউল’-এর সদস্য বলে জানিয়ে দিয়েছেন তদন্তকারীরা। তাদের মধ্যে উমর নিজে দিল্লীর লালকেল্লা মেট্রোর সামনে গাড়িবোমা বিস্ফোরণটি ঘটিয়েছেন। সেই আত্মঘাতী বিস্ফোরণে উমরের মৃত্যু হয়েছে।

টেকনিশিয়ানকে গ্রেফতার করল এসআইএ

এদিকে দিল্লী বিস্ফোরণকাণ্ডের পর থেকেই একের পর এক গ্রেফতারি চলছে সমগ্র দেশজুড়ে। জম্মু-কাশ্মীর থেকেও বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সেইসব সূত্র ধরেই একজন টেকনিশিয়ানকে গ্রেফতার করল এসআইএ। 

তদন্তকারীরা বলছেন, পাকিস্তানের হ্যান্ডলারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত টেকনিশিয়ান নিয়াজ়। তাঁর হাত দিয়েই অনন্তনাগের চিকিৎসক আদিলের কাছে অস্ত্র পাঠানো হয়। জানা যাচ্ছে, আরও বেশকিছু বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাহুলে বিরক্ত মোদী! খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মোদী-পুতিন
পুতিনকে গার্ড অফ অনার: দেখে নিন রাষ্ট্রপতি ভবনের ৫টি বিশেষ মুহূর্তের ছবি