রাজধানীতে অব্যহত শীতের দাপট, তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত

Published : Jan 18, 2023, 05:17 PM IST
delhi winter cold wave

সংক্ষিপ্ত

গত দু'দিনের সামান্য বাড়ল দিল্লীর তাপমাত্রা। দিল্লীর সফদরজং-এ আজ সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অব্দিও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াসে।

টানা আটদিন ধরে শৈত্যপ্রবাহ চলছে দিল্লী-সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে। হারকাঁপানো ঠান্ডার সাক্ষী থাকল রাজস্থানও। রাজস্থানের বেশ কিছু অঞ্চলে দু'ডিগ্রির নীচে নামল তাপমাত্রার পারদ। সিকার, চুরু এবং করৌলিতে রাতের তাপমাত্রা নামছে হিমাঙ্কের নীচে। ফতেহপুরে তাপমাত্রা মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সিকারোতে রাতের তাপমাত্রা মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস। করাউলে তাপমাত্রার পারদ নামে ০.৮ ডিগ্রি সেলসিয়াসে।

গত দু'দিনের সামান্য বাড়ল দিল্লীর তাপমাত্রা। দিল্লীর সফদরজং-এ আজ সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অব্দিও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার তাপমাত্রার পারদ নেমেছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে রাজস্থানের সাঙ্গারিয়া (হনুমানগড়), চিতোরগড়, আলওয়ার, আন্তা (বারান) সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ০.৩ ডিগ্রি সেলসিয়াস, ০.১ ডিগ্রি সেলসিয়াস এবং ০.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীগঙ্গানগরে তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুরে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।

১৫ জানুয়ারি রবিবারও ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছল দিল্লীর সাফদরজং-এর তাপমাত্রা। আগামী কয়েকদিনে দিল্লীর তাপমাত্রা আরও কমবে বলেও আগেই জানানো হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। ছুটির দিনে সকাল থেকেই ঘন কুয়াশা রাজধানী জুড়ে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতাও কমে দাঁড়াল ২০০ মিটারে। যার ফলে ব্যহত বিমান পরিষেবাও। রাজধানী থেকে একাধিক বিমানের উড়ান ও অবতরণে বিলম্ব হয়েছে। উত্তর রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অন্তত পক্ষে ২০টি ট্রেন আজ দেরিতে চলবে।

দিল্লী ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু অংশেও চলবে শৈত্য প্রবাহ। কুয়াশাচ্ছন্নই থাকবে আকাশ। সোমবার এবং বুধবারের মধ্যে দিল্লি এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে শৈত্যপ্রবাহ চলবে, আবহাওয়া কর্মকর্তারা বলেছিলেন, আয়ানগর এবং রিজে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্থায়ী হতে পারে।

আরও পড়ুন - 

ত্রিপুরা-নাগাল্যান্ড ও মেঘালয়ে কোন দল শক্ত করতে পেরেছে নিজেদের মাটি, জেনে নিন কী সমীকরণ কাজ করবে নির্বাচনে?

আর কিছুদিনের মধ্যেই নির্বাচন উত্তর-পূর্বে, তিন রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

ভারতে জ্বালানির দর আপাতত স্থিতিশীল, বঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি তেলের দাম?

PREV
click me!

Recommended Stories

যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল
৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না