রাজধানীতে আক্রান্ত ১ লক্ষ পেরিয়ে গেল, ৭ লক্ষ সংক্রমণ নিয়ে বিশ্বের ক্রম তালিকায় ৩ নম্বরে ভারত

  • করোনা সংক্রমণে বিশ্বে ৩ নম্বরে উঠে এল ভারত
  • আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে আমাদের দেশ
  • মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ছাড়াল
  • মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পর দিল্লিও ১ লক্ষের গণ্ডি পেরোল

রাশিয়াকে ছাপিয়ে করোনা আক্রান্ত দেশের তালিকায় তিন নম্বরে উঠে গেল ভারত। পাশাপাশি দেশে আক্রান্তের সংখ্যা সোমবার ৭ লক্ষ ছাপিয়ে গেল। দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যাও এবার ২০ হাজার ছুঁতে চলল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটা ১৯,৭৯৫। 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে করোনা মুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ৫৮১। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ২৮৭। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬০.৮৫ শতাংশ।

Latest Videos

আরও পড়ুন: করোনা ঠুকেছে শেষ পেরেক, সংকুচিত হবে দেশের অর্থনীতি, এবার মেনে নিল মোদী সরকার

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তথ্য বলছে দেশে এখনও পর্যন্ত করোনার নুমান পরীক্ষা হয়েছে ৯৯ লক্ষেরও বেশি। এসবরে মধ্যে সোমবার দেশের রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় জাতীয় রাজধানীতে আক্রান্ত হয়েছে ১,৩৭৯ জন।

সোমবার দিল্লিতে করোনা মুক্ত হয়েছে ৭৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। ফলে জাতীয় রাজধানীতের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,১১৫। তবে এখনও পর্যন্ত দিল্লিতে করোনা মুক্ত হয়েছেন ৭২ হাজারেরও বেশি মানুষ। ফলে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫,৬২০।

আরও পড়ুন: করোনা হটস্পটে সামাজিক বিধি না মেনে বরের উদ্দাম নাচ, বৌমাকে বাড়ি আনতে গিয়ে শ্রীঘরে গেলেন শ্বশুর

এদিকে দেশে করোনা আক্রান্ত রাজ্য হিসাবে এখনও এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। মারাঠা রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। এরমধ্যে কেবল মুম্বইতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬,৫৫৫ জন। দেশে দ্বিতীয় করোনা আক্রান্ত রাজ্য তামিলনাড়ুতে সংক্রমণের সংখ্যা ১ লক্ষ ১১ হাজারের বেশি। 


 

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar