Delhi Crime: বিয়ে এড়াতে সাত মাসের গর্ভবতী প্রেমিকাকে খুন, পুলিশের জালে দিল্লির প্রেমিক

নিহত সোনি সোশ্যাল মিডিয়া যথেষ্ট সক্রিয় ছিলেন। ৬ হাজারেরও বেশি অনুগামী। তিনি তাঁর প্রেমিক সঞ্জু ওরফে সেলিমের সঙ্গে ফোটো ও ভিডিও শেয়ার করতেন।

 

বিয়ে করব না! এই একটি মাত্র কারণে দিল্লির এক অন্তঃসত্ত্বা কিশোরীকে তাঁর প্রেমিকা খুন করে মাটিতে পুঁতে দিল। পশ্চিম দিল্লির নাংলোইয়ের ঘটনা। মাত্র ১৯ বছরের সোনি সাত মাসের গর্ভবতী ছিল। আর সেই কারণে প্রেমিক সঞ্জুর ওপর বিয়ের জন্য চাপ দিচ্ছিল। বিয়ের হাত থেকে পরিত্রাণ পেতেই প্রেমিকাকে অবলীলায় খুন করে প্রেমিক। তেমনই অভিযোগ স্থানীয়দের।

নিহত সোনি সোশ্যাল মিডিয়া যথেষ্ট সক্রিয় ছিলেন। ৬ হাজারেরও বেশি অনুগামী। তিনি তাঁর প্রেমিক সঞ্জু ওরফে সেলিমের সঙ্গে ফোটো ও ভিডিও শেয়ার করতেন। প্রেমিক সম্পর্কে ইনস্টাগ্রামেও লম্বা পোস্ট করেছিলেন সোনি। নিজের নতুন বন্ধু সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগতাড়িত পোস্ট করেছিলেন। সোনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেনে নিজের প্রেমিককে মতা করে তিনি ভূত বলতেন।

Latest Videos

পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন সোনি বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে সেলিমের সঙ্গে দেখা করতে যান। সেই দিনই সেলিম তাঁর দুই বন্ধুর সঙ্গে সোনিকে নিয়ে হরিয়ানার রোহতকে যায়। সেখানেই সোনিকে হত্যা করা হয়। দেহ মাটিতে পুঁতে দেয়। সোনি নিখোঁজ হয়ে যাওয়া পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ সেলিম তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। তৃতীয় অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রের খবর, জেরায় সেলিম স্বীকার করেছে, সোনি গর্ভবতী হয়ে পড়েছিল। সেলিম চেয়েছিল গর্ভপাত করাতে। কিন্তু সোনি তাতে রাজি হয়নি। তাতেই দুজনের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। সোনি বিয়ের জন্য জোর করছিল। তাই সোনির হাত থেকে পরিত্রাণ পেতেই সে খুন করেছিল। পুলিশ জানিয়েছে সোনি সাত মসের অন্তঃসত্ত্বা ছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today