Delhi Gangrape: গণধর্ষণের শিকার একসন্তানের মা, আরও একবার বেআব্রু হলেন রাজধানীর রাজপথে

কস্তুরবা নগরে বেশ কয়েকজন অবৈধ মদ বিক্রেতা  ২০ বছরের মহিলাকে গণধর্ষণ করে। তারপর তার মাথা কামিয়ে তার মুখ কালো করে রাস্তা দিয়ে হাঁটায়। নির্যাতিতা মহিলাকে একটি জুতোর মালাও পরানো হয়েছিল। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

দিল্লিতে (Delhi) এক মহিলা গণধর্ষণের (Gangrape) নির্যাতন আর অপমান  সহ্য করেই রেহাই পাননি। উল্টে নির্যাতিতা মহিলাকে রাস্তায় হাঁটান (Parade) হল। নির্যাতিতার মাথা কামিয়ে মুখে কালিও মাখিয়ে দেওয়া হয়েছে। নির্যাতনের এই সর্মান্তির ভিডিও (Video) পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন মহিলা কমিশনের (National Wonem Commission) প্রধান স্বাতী মালিওয়াল। তিনি নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। একই সঙ্গে  দিল্লি পুলিশ (Delhi Police) অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দেওয়ার আর্জি জানিয়েছেন। 

কস্তুরবা নগরে বেশ কয়েকজন অবৈধ মদ বিক্রেতা  ২০ বছরের মহিলাকে গণধর্ষণ করে। তারপর তার মাথা কামিয়ে তার মুখ কালো করে রাস্তা দিয়ে হাঁটায়। নির্যাতিতা মহিলাকে একটি জুতোর মালাও পরানো হয়েছিল। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহিলা যখন চরম এই অপমান সহ্য করে রাস্তা দিয়ে হাঁটছেন তখন তাঁকে দেখে রীতিমত আনন্দে ফেটে পড়েছেন স্থানীয় মহিলা ও পুরুষরা। যা নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন মহিলা কমিশনের সদস্যরা। স্বাতী  মালিওয়াল বলেছেন, তিনি পুলিশকে নোটিশ দিয়েছে। এই ঘটনায় যুক্ত সকলেরই  শাস্তির দাবি করেছেন তিনি। 

Latest Videos

স্বাতী মালিওয়াল জানিয়েছেন, নির্যাতিতা মহিলা এক সন্তানের জননী। তাঁকে  স্থানীয় অবধৈ তিন মদ বিক্রেতারা অপরহণ করে ধর্ষণ করে। তারাই মহিলার মাথা কামিয়ে দিয়ে মুখে কালি ঢেলে রাস্তায় হাঁটায়। সেই অভিযুক্তরা মহিলাকে জুতোমালা পরিয়ে দিয়েছিল। 

নির্যাতিতার বোন জানিয়েছে, স্থানীয় এক তরুণ দীর্ঘ দিন ধরেই মহিলাকে উত্যক্ত করত। কিন্তু মহিলা তাঁর সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখতে চায়নি। গত নভেম্বর মাসে সেই তরুণ আত্মহত্যা করে। তারপর থেকেই নিহত তরুণের পরিবার মহিলাকে দোষী সাব্যস্ত করে নানা ভাবে বিরক্ত করতে থাকে। এই ঘটনায় সেই পরিবারের সদস্যদের হাত রয়েছে বলেও অভিযোগ নির্যাতিতার বোনের। 

দিল্লি পুলিশ সূত্রের খবর ২৬ জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসের দিন জাতীয় রাজধানী এই নির্মম ঘটনার সাক্ষী থেকেছে।  নির্যাতিতা মহিলার নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।  যারমধ্যে এক জন মহিলা রয়েছে।  বাকিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 

UP Election 2022: বিজেপি নজর জাঠ ভোটে, আমন্ত্রণ প্রত্যাখ্যান জয়ন্ত চৌধুরীর

Punjab election 2022: সিধুর সামনে বড় লড়াই, জয়ে কাঁটা হতে পারে শিরোমণি অকালি দল

Sundar Pichai: কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ, কাঠগড়ায় গুগল সিইও সুন্দর পিচাই

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন