ATM থেকে টাকা তুললেই দিতে হবে ২১ টাকা চার্জ! অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না রাখলেই দিতে হবে ৬০০ টাকা, এল কড়া নিয়ম

ATM থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন এনেছে SBI, PNB, HDFC সহ একাধিক ব্যাঙ্ক। নতুন চার্জ কাঠামো এবং লেনদেনের সীমা সম্পর্কে বিস্তারিত জানুন।
Anulekha Kar | Published : Apr 3, 2025 1:49 PM
17

ATM- এ টাকা তোলার ক্ষেত্রে এল বড়সড় নিয়ম আনল বিভিন্ন ব্যাঙ্ক। আগের থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে ATM এ টাকা তোলার ক্ষেত্রে। 

27

এই বদল আনছে SBI, PNB, HDFC সমস্ত ব্যাঙ্ক সংস্থাই। SBI গ্রাহকেরা নিজস্ব ATM থেকে মাসে ৬ বারের বেশি টাকা তুললে প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ দিতে হবে।

47

PNB- এর ক্ষেত্রে ৫ বারের বেশি নিজের ব্যাঙ্কের ATM থেকে টাকা তুললে ১০ টাকা এবং অন্যান্য ATM থেকে ৩ বারের বেশি টাকা তুললে দিতে হবে ২০ টাকা চার্জ।

57

ICICI ও HDFC ব্যাঙ্কের ক্ষেত্রে নিজস্ব ATM থেকে টাকা তুললে দিতে হবে ২১ টাকা চার্জ অন্যান্য ব্যাঙ্কের ATM-এর ক্ষেত্রেও দিতে হবে ২১ টাকা চার্জ।

67

ডেবিট কার্ড নিয়েও নতুন চার্জ কাঠামো চালু হয়েছে। এসবিআই-তে কিছু কার্ডে যোগদান ফি ৩০০ টাকা পর্যন্ত, বার্ষিক ফি ১২৫-৩৫০ টাকা এবং প্রতিস্থাপন ফি ৩০০ টাকা।

77

পিএনবি-তে যোগদান ফি ২৫০ টাকা, বার্ষিক ফি ৫০০ টাকা এবং প্রতিস্থাপন ১৫০ টাকা। এইচডিএফসি-তে যোগদান ও বার্ষিক ফি ২৫০-৭৫০ টাকা, প্রতিস্থাপন ২০০ টাকা। আইসিআইসিআই-তে যোগদান ফি সর্বোচ্চ ১৯৯৯ টাকা এবং বার্ষিক ফি ৯৯-১৪৯৯ টাকা। পিন রিজেনারেশনের জন্য সব ব্যাংকেই ৫০ টাকা চার্জ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos