মুখ পোড়াল কলকাতা মেট্রো! আত্মহত্যার ঘটনায় সবথেকে এগিয়ে এই শহরের মেট্রো রেল
Kolkata Metro: কলকাতা মেট্রো মানেই গর্ব। শুধু কলকাতা বা এই রাজ্যের নয়। দেশের প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল কলকাতায়। প্রথম জলের তলা দিয়ে মেট্রো চলে এখানেই।
- FB
- TW
- Linkdin
)
কলকাতা মেট্রো
কলকাতা মেট্রো মানেই গর্ব। শুধু কলকাতা বা এই রাজ্যের নয়। দেশের প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল কলকাতায়। প্রথম জলের তলা দিয়ে মেট্রো চলে এখানেই।
কলকাতা মেট্রো পরিষেবা
কলকাতা মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্য কিছু ক্ষোভ অসন্তোষ থাকলেও ভরসা বেড়েছে।
চালু হয়েছে একাধিক রুট
কলকাতা মেট্রোতে বর্তমানে একাধিক রুট চালু হয়েছে। ব্লু, গ্রিন, পার্পেল, অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল করে।
তারপরেও মুখ পোড়াল মেট্রো
কিন্তু তারপরেও কলকাতা মেট্রো মুখ পোড়াল শহরবাসী। বলা যেতে পারে শহরবাসীই মুখ কলঙ্কিত করল কলকাতা মেট্রোকে।
আত্মহত্যায় শীর্ষে কলকাতা মেট্রো
গত ৫ বছরে সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে কলকাতা মেট্রোতে। জনিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রীর মন্তব্য
লোকসভায় দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মেট্রোয় আত্মহত্যার পরিসংখ্যান তুলে ধরেছেন।
রেলমন্ত্রীর বক্তব্য
রেলমন্ত্রী জনিয়েছেন, ২০২০ থেকে ধরলে এখনও পর্যন্ত কলকাতা মেট্রোয় মোট ১৯ জন আত্মহত্যা করেছেন। বিগত পাঁচ বছরের মধ্যে সব থেকে বেশি, সাত জন আত্মহত্যা করেছেন গত বছর অর্থাত্ ২০২৪ সালে৷ মন্ত্রী জানিয়েছেন, ২০২০ সালে ১, ২০২২-এ ৫, ২০২৩-এ ৪ এবং চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা মেট্রোতে ২ জন আত্মহত্যা করেছেন।
রেল মন্ত্রীর অভিযোগ
কলকাতায় মেট্রোয় আত্মহত্যর সংখ্যা না কমাতে পারা রেল মন্ত্রকের ব্যর্থতা। আর এই ব্যর্থতা ঢাকতেই গার্ডরেল বসান হয়েছে। স্লাইডিং দরজার পরিবর্তে গার্ডরেল বসিয়ে আত্মহত্যা বন্ধ করা যাবে না। ৫ বছরে ১৯ জন আত্মহত্যা করেছে।
স্লাইডিং দরজা
তৃণমূল সাংসদের এই দু’টি প্রশ্নের উত্তরে রেল মন্ত্রীর দাবি, সল্টলেকের সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত বিস্তৃত রুটের ১২টি স্টেশনের সব ক’টিতেই বসানো হয়েছে স্লাইডিং দরজা।
গার্ডরেল বসবে
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রুটের সব স্টেশনে স্লাইডিং দরজার বিকল্প গার্ডরেল বসানোর জন্য শুরু করা হচ্ছে পাইলট প্রকল্প।