Prabir Purkayastha: গ্রেফতার নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ, এখনও চলছে জিজ্ঞাসাবাদ পর্ব

তল্লাশি চালানো হয়ে সংবাদ সংস্থা নিউজ ক্লিকের সাংবাদিকদের বাড়িতেও। এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঢেউ উঠেছে বিভিন্ন মহলে। কেন্দ্র সরকারের এই আচরণকে 'সংবাদ মাধ্যমের কন্ঠরোধের চেষ্টা' বলেও উল্লেখ করা হয়।

 

মঙ্গলবার দিনভর রেড, দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে সংবাদ সংস্থা নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে৷ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (UAPA) অধীনে গ্রেফতার করা হয় তাঁকে। নিউইয়র্ক টাইমসের তদন্তের পর এই সংস্থার বিরুদ্ধে চিনা প্ররোচনায় মদত জোগানোর অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে সংবাদ সংস্থার এইচআর অমিত চক্রবর্তীকেও৷ গতকাল দিনভর রেইড চলছে একাধিক সংবাদ মাধ্যম, স্যাটায়ারিস্ট এবং অ্যাক্টিভিস্টদের অফিস ও বাড়িতে। তল্লাশি চালানো হয়ে সংবাদ সংস্থা নিউজ ক্লিকের সাংবাদিকদের বাড়িতেও। এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঢেউ উঠেছে বিভিন্ন মহলে। কেন্দ্র সরকারের এই আচরণকে 'সংবাদ মাধ্যমের কন্ঠরোধের চেষ্টা' বলেও উল্লেখ করা হয়।

'সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ'-এর প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। মঙ্গলবার দিল্লি ও মুম্বাইয়ের একাধিক জায়গায় চলেছে প্রতিবাদ কর্মসূচি। সোশ্যাল মিডিয়া জুড়েও চলছে তীব্র সমালোচনা। দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত মোট ৩৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এদের মধ্যে ৯ জন্য মহিলা। ইতিমধ্যেই ডিজিটাল ডিভাইস (ল্যাপটপ, ফোন ইত্যাদি) ও নথিপত্র পরীক্ষা করার জন্য সংগ্রহ করা হয়েছে। দিল্লি পুলিশ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, "জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এখনও চলছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও এইচআর অমিত চক্রবর্তীকে।"

Latest Videos

দিল্লি পুলিশের দাবি চিনা প্ররোচনায় মদত জোগায় সংবাদ সংস্থা নিউজ ক্লিক। চিনের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থার কাছ থেকে নিউজ ক্লিক ৩৮ কোটি টাকা তহবিল পেয়েছে বলেও দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)