১৭ জানুয়ারির পরিবর্তে দিল্লিতে ১৬ জানুয়ারি, সোমবার দুপুর ৩টে নাগাদ শুরু হবে নরেন্দ্র মোদীর রোড শো।
রাজধানীতে পালটে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোয়ের তারিখ। ১৭ জানুয়ারির পরিবর্তে দিল্লিতে ১৬ জানুয়ারি, সোমবার দুপুর ৩টে নাগাদ শুরু হবে নরেন্দ্র মোদীর রোড শো। প্রধানমন্ত্রীর রোড শোয়ের জন্য দিল্লির রাস্তায় কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে। তাঁর নিরাপত্তার সমস্ত রকম ফাঁকফোকর এড়াতে তৎপর রয়েছে দিল্লি পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, আজ, ১৬ই জানুয়ারি দুপুর ৩টে থেকে ভারতীয় জনতা পার্টি দিল্লির জনপদে একটি রোড শোয়ের আয়োজন করেছে। সংসদ প্যাটেল চক থেকে সংসদ মার্গ জয় সিং জংশন পর্যন্ত এই রোড শো চলবে যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিরাপত্তার কথা ভেবে যান চলাচল নিয়ন্ত্রণের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিজেপির রোড শো চলাকালীন বেশ কয়েকটি রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন দিল্লির ট্রাফিক পুলিশের উপদেষ্টা।
ট্রাফিক উপদেষ্টা জানিয়েছেন, অশোকা রোড (উইন্ডসোর প্লেস থেকে জয় সিং রোড জিপিও পর্যন্ত মোট দুটি রাস্তা), সংসদে মার্গ, টলস্টয় রোড (জনপদ থেকে সংসদ মার্গ), রফি মার্গ (রেল ভবন থেকে সংসদ মার্গ) সহ যন্তর মন্তর রোড, ইমতিয়াজ খান মার্গ এবং বাংলা সাহিব লেন বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো দুপুর ৩টে নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। সেজন্য যে পথে রোড শো হবে, সেগুলিতে দুপুর আড়াইটে থেকে রোড শো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ বিকেল প্রায় ৫টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।
শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকার দরুন অন্যান্য রাস্তাগুলিতেও যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আগাম সতর্কবার্তা দিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি ট্রাফিকের উপদেষ্টা জানান, বাবা খড়ক সিং রোড, আউটার সার্কেল কন্নট প্লেস, পার্ক স্ট্রিট, শঙ্কর রোড, মিন্টো রোড, মন্দির মার্গ, বারাখাম্বা রোড, রাইসিনা রোড, টলস্টয় রোড, জনপথ ফিরোজ শাহ রোড সহ সংলগ্ন রাস্তা এবং রঞ্জিত সিং ফ্লাইওভারে যানজট হতে পারে। তাই এই সমস্ত রাস্তাগুলি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন-
ভোর রাতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুমাত্রা দ্বীপে ৬.১ তীব্রতার কম্পন
‘প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যথাযথ প্রস্তুত রয়েছে ভারত’, চিন-পাকিস্তানের প্রতি ফের কড়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
মকর সংক্রান্তি পেরিয়েও শীত থেকে বঞ্চিত বাংলা, বৃষ্টি হওয়ার পরেই কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে?