সীতারাম ইয়েচুরির বাড়িতে তল্লাশি, দিল্লি পুলিশ স্পেশ্যাল সেল তল্লাশি করল CPI-M নেতার বাড়িতে

বিদেশী অর্থ পাওয়ার অভিযোগ উঠেছে নেতার বাড়ি থেকে।

CPI-M নেতা সীতারাম ইয়েচুরির বাড়িতে পুলিশি তল্লাশি। মঙ্গলবার পুলিশের স্পেশাল সেল CPI-M নেতা সীতারাম ইয়েচুরির বাড়িতে তল্লাশি চালাল। বিদেশী অর্থ পাওয়ার অভিযোগ উঠেছে নেতার বাড়ি থেকে।

বিদেশী তহবিল সংক্রান্ত তদন্তের সময় ওঠে সীতারম ইয়েচুরির নাম। তারপর দিল্লিতে সরকার সীতারম ইয়েচুরির বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরির ক্যানিং রোডের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ইয়েচুরি এখানে থাকেন না সেখানে।

Latest Videos

মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ অভিযান চানান। এদিন আরও ৩০জনে বাড়িতে অভিযান চালিয়ে তাদের মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। লেখক গীতা হরিহরন ও ইতিবাসবিদ সোহের হাশমির বাড়িতেও তল্লাশি চালানো হয়। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস। যা তদন্তের কাজে লাগতে পারে।

পুলিশ জানিয়েছে, ৩০ টিরও বেশ জায়গার অভিযান চালানো হয়েছে। অভিযানে এখনও কাউকে আটক করা যায়নি। সূত্রের খবর, একজন আমেরিকান ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ ছিল নেতার। যিনি নিউজ ক্লিকের জন্য অর্থ প্রদান করেছিলেন।

ইউপিএ মামলায়, নিউজ ক্লিক সাইটের সঙ্গে যুক্ত মিডিয়া কর্মী, লেখক ও কর্মচারীদের বাড়িত দিল্লি পুলিশ অভিযান চালিয়েছেন। এর আগে ধনকুবের নেভিল রায় সিং চীন থেকে আসা অর্থ দিয়ে নিউজ ক্লিককে সাহায্য করেছিলেন। এমন অভিযোগ অভিযোগের পর অনলাইন নিউজ মিডিয়া নিউজ ক্লিকের এক্স হ্যান্ডেল স্থগিত করা হয়েছিল।

বিজেপির অভিযোগ, ধনকুবের নেভিল রায় সিংহ চিনের সহায়তায় নিউজ ক্লিক ওয়েবসাইটে বিনিয়োগ করেছেন। বিজেপির অভিযোগ চিনা অ্যাজেন্ডা বাজেয়াপ্ত করা হচ্ছিল এই পোটালের দ্বারা। প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে মিথ্যা ছড়ানোয় বিদেশী শক্তি জড়িত থাকার বিশদ বিবরণ আসে। বর্তমানে চলছে এই বিষয় তল্লাশি।

মঙ্গলবার সকালে অভিযান চালায় পুলিশ। ৩০টি জায়গায় অভিযান চালানো হয়। এই নিউজ পোর্টাল সংক্রান্ত তল্লাশি হয়। সাংবাদিকদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। ল্যাপটল ও ফোন উদ্ধার করা হয়েছে তল্লাশিতে। পুলিশ জানিয়েছে, অভিযানে কাউকে আটক করা হয়নি।

 

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today