দিল্লীতে রহস্যমৃত্যু! একই পরিবারের তিনজন খুন, মা-বাবা এবং মেয়ের দেহ পড়ে ঘরের মেঝেতে

Published : Dec 04, 2024, 02:42 PM IST
Delhi Triple Murder Shocker

সংক্ষিপ্ত

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতরা হলেন রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল (৪৭) এবং তাদের ২৩ বছরের একমাত্র কন্যা কবিতা। 

দিল্লীতে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু। একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে খুন।

দক্ষিণ দিল্লীর নেব সরাইয়ের একটি ঘর থেকে বাবা, মা এবং তাদের কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা বুধবার সকালে বাড়িতে ঢুকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে গেছে। কিন্তু ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতরা হলেন রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল (৪৭) এবং তাদের ২৩ বছরের একমাত্র কন্যা কবিতা। বুধবার ভোর ৫টা নাগাদ, তাদের পুত্র রোজকার মতোই মর্নিং ওয়াকে গেছিলেন। কিন্তু বাড়ি ফিরে এসে দেখেন দরজা খোলা। এরপর ঘরের ভিতর তাকাতেই কার্যত চমকে ওঠেন তিনি।

রাজেশের পুত্রের কথায়, তিনি দেখেন বাবা, মা এবং বোন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গেই চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। এরপর তারা এসে দেহ তিনটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তদন্তকারীদের অনুমান, চুরি বা ডাকাতির জন্য এই খুনগুলি নয়। কারণ, কোনও জিনিস চুরি বা লুটের প্রমাণ পাওয়া যায়নি।

সংবাদ সংস্থা এএনআই-কে এক প্রতিবেশী জানিয়েছেন, “ওই বাড়ির ছেলের চিৎকার শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছই। সেখানে গিয়ে দেখি যে, ঘরের মধ্যে তিন জনের দেহ পড়ে রয়েছে। আর চারপাশ রক্তে ভেসে যাচ্ছে।” উল্লেখ্য, বুধবারই ছিল রাজেশ-কোমলের বিবাহবার্ষিকী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত