হামলার আগে পহেলগাঁওয়ের বিস্তারিত এলাকা রেইকি করা হয়েছিল। হামলা চালান হয়েছিল জম্মু ও কাশ্মীরের পেহলগাঁওয়ের বৈসরন উপত্যকায়। এই এলাকা স্থানীয়দের কাছে সুউজারল্যান্ড হিসেবে পরিচিত।
510
জঙ্গিদের বিবরণ
আক্রান্তরাই জানিয়েছেন জঙ্গিদের পরনে ছিল খাঁকি পোশাক। অত্যাধুনিক অস্ত্র আর বুলেট। হামলার আগে জঙ্গিরা কয়েক ঘণ্টা ধরে গোটা এলাকা ঘুরে দেখেছিল।
610
ছককষে হামলা
হামলাকারী জঙ্গিদের এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি। যদিও নিরাপত্তারক্ষী আর পুলিশ বাহিনী গোটা এলাকা সিল করে চিরুনি তল্লাশি করছে। তবে সূত্রের খবর হামলাকারীরা আগে থেকেই কোন পথে পালানো হবে সেই ছক কষেই হামলা চালিয়েছিল।
710
স্থানীয় জঙ্গি
সূত্রের খবর যে দুই জন স্থানীয় জঙ্গি ছিল হামলাকারীদের দলে তরা ২০১৭ সাল পাকিস্তানে গিয়ে অস্ত্রের প্রশিক্ষণ নিয়ে এসেছিলয়। পর্যটকদের সঙ্গে মিশে গিয়ে তারাই প্রথম হামলা চালায়।
810
হামলার দায় স্বীকার
হামলার দায় স্বীকার করেছে দ্যা রেজিস্ট্যন্স ফ্রন্ট (TRF)। এটি লস্কর-ই-তইবার স্থানীয় একটি সহযোগী গোষ্ঠী। এটি মূলত কাশ্মীরীদের দিয়েই পরিচালিত হয়।
910
পর্যটকদের মৃত্যু
হামলায় এখনও পর্যন্ত ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। যারমধ্যে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ছিল।
1010
নিরাপত্তা জোরদার
বর্তমানে কাশ্মীরে ভরা পর্যটন মরশুম। প্রচুর পর্যটক রয়েছে। পর্যটকদের হামলার পরই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় কাশ্মীরীরা মোমবাতি মিছিল করেন।