নাম জেনে তারপর গুলিতে ঝাঁঝরা করে দিল শরীর, ভয়ঙ্কর জঙ্গি হামলা ভূস্বর্গে
Terror attack: আবারও জঙ্গি হামলায় রক্তাক্ত হল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পেহলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানা। মৃত্যু হয়েছে প্রায় ২০ জন পর্যটকের। চলছে তল্লাশি অভিযান।

ফের রক্তাক্ত ভূস্বর্গ
আবারও জঙ্গি হামলায় রক্তাক্ত হল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পেহলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানা।
পর্যটকদের ওপর গুলি
স্থানীয় একটি রিসর্টে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় কমপক্ষে ২০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় একটি সূত্রের দাবি মৃতের সংখ্যা কমপক্ষে ২৮-৩০।
হামলার স্থান
দক্ষিণ কশ্মীরের অনন্তনাগ জেলার পেহলগাঁওয়ের পাহাড়ে একটি রিসর্টের জঙ্গিরা হমলা চলায়। সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের পাকড়াও করে নাম জিজ্ঞাস করে তারপরই দুলি চলিয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
তৎপর নিরাপত্তা রক্ষীরা
হামলার পরই সক্রিয় হয়েছে নিরাপত্তা রক্ষরা। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে।
চিরুনি তল্লাশি
এলাকাটি সিল করে দেওয়া হয়েছে, এবং আক্রমণকারীদের খুঁজে বের করার জন্য বর্তমানে তল্লাশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যাতে পালিয়ে না যায় সেজন্য নিরাপত্তা বাহিনী সমস্ত প্রস্থান পথে তল্লাশি জোরদার করেছে।
হামলার দায় স্বীকার
হামলার দায় স্বীকার করেছে দ্যা রেজিস্ট্যন্স ফ্রন্ট (TRF)। এটি লস্কর-ই-তইবার স্থানীয় একটি সহযোগী গোষ্ঠী। এটি মূলত কাশ্মীরীদের দিয়েই পরিচালিত হয়।
নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ
টিআরএফ পর্যটকদের টার্গেট করায় বর্তমানে নিরাপত্তা সংস্থাগুলির কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীরে সাধারণ জঙ্গিরা নিরাপত্তা কর্মীদেরই টার্গেট করত। সাম্প্রতি তারা কাশ্মীরের ভিন রাজ্য যেতে যাওয়া শ্রমিকদেরও টার্গেট করেছে। কিন্তু পর্যটকদের টার্গেট দীর্ঘদিন বাদে।
এলাকার নিরাপত্তা
পেহলগাঁও থেকে বৈসরনের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। এটি একটি সুন্দর তৃণভূমি এলাকা। সাধারণত পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যাওয়া যায়। পর্যটন মরশুমে কাশ্মীর ছিলে প্রচুর পর্যটকদের ভিড়।
মোদীর প্রতিক্রিয়া
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলাকারীদের রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কাশ্মীরে অমিত শাহ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রক্তাক্ত কাশ্মীরে যাচ্ছেন অমিত শাহ

