মহারাষ্ট্রে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা-এনসিপি জোট জয় পেলেও, মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন চলছে। তবে এবার সমস্যা মিটতে চলেছে দাবি বিজেপি-র।
একনাথ শিণ্ডের সরে যাওয়ার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল, এবার জানা গেল, ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়নবীশ। রবিবার এমনই দাবি করেছেন এক বিজেপি নেতা। তিনি জানিয়েছেন, 'মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। বিজেপি-র নতুন পরিষদীয় নেতা বেছে নেওয়ার জন্য ২ বা ৩ ডিসেম্বর বৈঠক হবে।' বিজেপি নেতার এই দাবি যদি সত্যি হয়, তাহলে মহারাষ্ট্রে গত কয়েকদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন এবার শেষ হতে চলেছে। তবে শিণ্ডে মুখ্যমন্ত্রী পদ হারানোর পর কী করবেন, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, শিণ্ডের ছেলে শ্রীকান্ত শিণ্ডেকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করা হবে। শিবসেনাকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হবে। বিজেপি, শিবসেনা ও এনসিপি-র বৈঠকে মন্ত্রিসভা গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
ছেলের ভবিষ্যতের জন্য সরে যাচ্ছেন শিণ্ডে?
মহারাষ্ট্রের রাজনীতিতে পোড়খাওয়া ব্যক্তি ফড়নবীশ। সেই তুলনায় কম অভিজ্ঞ শিণ্ডে। তিনি শিবসেনা থেকে বেরিয়ে এসে উদ্ধব ঠাকরেকে ধাক্কা দিয়ে দলে ভাঙন ধরানোর পর বিজেপি-র সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছে বিজেপি। এই ফলের পর এবার মুখ্যমন্ত্রী পদ নিজেদের হাতেই রাখতে চাইছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার সবচেয়ে বড় দাবিদার ছিলেন ফড়নবীশ। তিনিই মুখ্যমন্ত্রী হতে চলেছেন। শিণ্ডে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তই তিনি মেনে নেবেন। তবে রাজনৈতিক মহলে খবর, ছেলে শ্রীকান্তর রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবেই নিজে ফের মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানাচ্ছেন না শিণ্ডে।
চলতি সপ্তাহেই মহারাষ্ট্রে সরকার গঠন?
বিজেপি সূত্রে খবর, সোমবার বা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিজেপি-র পরিষদীয় দলের প্রধান হিসেবে ফড়নবীশের নাম ঘোষণার পর সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
PM Modi: 'একসঙ্গে থাকলে আমরা শীর্ষে পৌঁছাব', মহারাষ্ট্র জয়ের পরে শুভেচ্ছা জানলেন নরেন্দ্র মোদী
রাহুল গান্ধীর সামনে নতুন বিপদ! সাভারকর মন্তব্যের জন্য শাস্তির দাবি একনাথ শিন্ডের