সংক্ষিপ্ত
নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'উন্নয়নের জয়। সুশাসনের জয়। একসঙ্গে থাকলে আরও শীর্ষে পৌঁছাবে। একসঙ্গে থাকলে আরও শীর্ষে পৌঁছাব আমরা।'
মহারাষ্ট্রের বিজেপি জোটের বিপুল জয়। উল্টে ধরাসয়ী বিরোধী শিবির। মহারাষ্ট্রের বিজেপি জোটের এই জয়ে স্বাভাবতই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলফল স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সোশ্যাল মিডিয়ায় জয়ের জন্য রাজ্যের সাধারণ মানুষকে স্বাগত জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, এই জয় সুশাসনের জয়।
নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'উন্নয়নের জয়। সুশাসনের জয়। একসঙ্গে থাকলে আরও শীর্ষে পৌঁছাবে। একসঙ্গে থাকলে আরও শীর্ষে পৌঁছাব আমরা।' মোদী আরও বলেছেন, 'এনডিএ-র ঐতিহাসিক জয়ের জন্য মহারাষ্ট্রের ভাই বোনেদের বিশেষ করে রাজ্যের যুবক ও মহিলাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। এই স্নেহ ও উষ্ণতা অতুলনীয়।' তিনি আরও বলেন, তিনি জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের জোট মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাবে। মোদী এই জয়ের জন্য দলের কর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও বলেন, 'আমি জনগণকে আশ্বাস দিচ্ছি, আমাদের জোট মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাবে। জয় মহারাষ্ট্র।'
মহারাষ্ট্র বিধানসভার মোট আসন ২৮৮। মহারাষ্ট্রে শাসক দলের জোট মহাজুটি ২৩৩টি আসন পেতে চলেছে। বিরোধী জোট মহা বিকাশ আগাড়ি মাত্র ৫০টি আসন পেয়েছে। মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি একাই পেয়েছে ১২৫টিরও বেশি আসন পেয়েছে। সবঠিক থাকলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র ফোড়ণবিশ। তবে ঝাড়খণ্ডে আবারও ফিরছেন হেমন্ত সোরেন। সেখানে বিজেপি রীতিমত ধরাসায়ী হয়েছে। কবে উপনির্বাচনে দুর্দান্ত ফল করেছে বিজেপি। ৫০টিরও বেশি আসন পেয়েছে। মোটের ওপর উপনির্বাচনে গেরুয়া ঝড় বয়েছে দেশে। তবে এই রাজ্যে ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।