সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে বলতে গিয়ে এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 'সত্যমেব জয়তে। সত্যের জয় হয়েছে।'
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান NEET-UG ইস্যুতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বলেছেন সত্যের জয় হয়েছে। পাশাপাশি তিনি বলেন, মেডিক্যালসের প্রবেশিকা পরীক্ষার চূড়ান্ত ফলাফল মাত্র দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে।
শীর্ষ আদালত বিতর্কিত NEET-UG ২০২৪ এর পরীক্ষা বাতিল ও তা পুনরায় নেওয়ার আবেদন এদিন খারিজ করে দিয়েছে। বলেছে, পরীভার স্বচ্ছ্বতার পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে। কিন্তু পরীক্ষাটি বাতিল করে দেওয়া ঠিক নয়। বাতিল করে দেওয়ার মত তেমন যুক্তি তাদের কাছে নেই। যদিও অনেকেই পরীক্ষা বাতিলের পক্ষেই সওয়াল করেছিলেন। পরীক্ষা অবৈধ বলে এন়ডিএ সরকার ও ন্যাশানাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল। দিল্লি সহ একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছিল। প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়।
এই ঘটনায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে বলতে গিয়ে এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 'সত্যমেব জয়তে। সত্যের জয় হয়েছে।' তিনি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেন্দ্র বলেছিল, প্রশ্ন ফাঁস হয়েছিল। কিন্তু বড় আকার নেয়নি। সুপ্রিম কোর্ট কেন্দ্রের মতামত মেনে নিয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশ্নফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার পবিত্রতা রক্ষাই কেন্দ্রের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, এই অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। দোষীদের ছাড়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
ধর্মেন্দ্র প্রধান বলেছেন NTA দুই দিনের মধ্যে NEET-UG-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী মেধা তালিকাও সংশোধন করবে। বিরোধীদের আক্রমণ করে প্রধান বলেন, NEET ইস্যুতে "নৈরাজ্য এবং নাগরিক অস্থিরতা" তৈরি করার চেষ্টা করছে বিরোধীরা।