Ranchi: গভীর রাতে রাঁচির পানশালায় বচসা, বাঙালি ডিজে-কে গুলি করে খুন, ভাইরাল ভিডিও

গত কয়েক বছরে বারবার ঝাড়খণ্ডের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরের বুকে রোমহর্ষক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

রাঁচির একটি পানশালায় বচসার জেরে এক বাঙালি ডিজে-কে গুলি করে মারা হল। সিসিটিভি-তে এই ঘটনা ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভয়ঙ্কর ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, হাফপ্যান্ট পরে, খালি গায়ে এক যুবক রাইফেল হাতে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করছে। মৃত ডিজে-র নাম সন্দীপ প্রামাণিক ওরফে স্যান্ডি। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। বুকে গুলি লেগে তিনি ওই পানশালার মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আততায়ীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলেও জানা গিয়েছে। সে বিহারের ছাপরার বাসিন্দা। তবে ব্যবসায়িক কারণে রাঁচিতে থাকে। তার বিরুদ্ধে এর আগে তোলাবাজির অভিযোগ উঠেছিল। তাকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ড্যান্স ফ্লোরে বচসা থেকে খুন

Latest Videos

ওই পানশালার কর্ণধার বিশাল সিং জানিয়েছেন, 'রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ড্যান্স ফ্লোরে দুু'টি দলের মধ্যে বচসা শুরু হয়। আমরা একদল যুবককে বের করে দিই। পুলিশকে এই ঘটনার বিষয়ে জানানো হয়। একজনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরপর রাত ১টা বেজে ১৯ মিনিটে এই ঘটনা ঘটে। সন্দীপ প্রামাণিককে খুন করার আরও ৪-৫ বার গুলি চালায় আততায়ী।'

 

 

খুনের তদন্ত চালাচ্ছে পুলিশ

হাটিয়ার ডেপুটি পুলিশ সুপার প্রমোদ মিশ্র জানিয়েছেন, তাঁরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই হত্যাকাণ্ড ঘটানোর পর সে গা ঢাকা দিয়েছে। তবে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যত দ্রুত সম্ভব আততায়ীকে গ্রেফতার করার চেষ্টা চালানো হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফোন কেড়ে নেওয়ায় আক্রোশ! বাবা, মা, বোনকে একসঙ্গে খুন করল ১৬ বছরের কিশোর

Ghaziabad: স্ত্রীকে ওড়নার ফাঁস দিয়ে খুন করে মৃতদেহের সঙ্গে সেলফি তোলার পর আত্মহত্যা

ব্যাগ থেকে ছুরি বের করেই এলোপাথাড়ি কোপ! হাওড়া স্টেশনে কুপিয়ে খুন এক মহিলা

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari