
ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে এক মর্মান্তিক ভিডিও। যেখানে প্রকাশ্যে একটি ছাগলের ধর কেটে নিলেন তামিলনাড়ুর দ্রাবিড় মুন্নেত্র কড়গম (ডিএমকে) দলের সমর্থকরা। ছাগলের মাথায় রয়েছে তামিলনাড়ুর ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট আন্নামালাইয়ের মুখ। ভিডিওটিতে প্রকাশ্যে ছাগলটির শিরশ্ছেদ করতে দেখা গিয়েছে।
এই ভিডিও প্রকাশ পেতেই নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। এই ভিডিও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে ইন্টারনেটে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ডিএমকে প্রার্থী পি গণপতি রাজকুমারের কাছে আন্নামালাইয়ের পরাজয়ের পরেই এই ঘটনাটি ঘটেছে।
অনলাইনে একটি মর্মান্তিক ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা গিয়েছে তামিলনাড়ুর দ্রাবিড় মুন্নেত্রা কড়গম (ডিএমকে) দলের সমর্থকরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান আন্নামালাইয়ের মুখ একটি ছাগলের মুখে লাগিয়ে তার শিরশ্ছেদ করছে। এটি এমন একটি ঘটনা যা সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ব্যাপক নিন্দা ও শোকের সৃষ্টি করেছে।
কোয়েম্বাটুর লোকসভা কেন্দ্র থেকে ডিএমকে প্রার্থীর কাছে পরাজিত হন আন্নামালাই । তামিলনাড়ুর রাজনৈতিক দৃশ্যপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ।
ভিডিওটি ভাইরাল হযওয়ার পর থেকে এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন বহু রাজনৈতিক নেতা। এই কাজটি অত্যন্ত বর্বর, অমানবিক এবং নিন্দনীয় বলে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরাও।। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা।