INDIA Bloc: 'ঠিক সময়ে বিজেপি সরকার ফেলার জন্য উপযুক্ত পদক্ষেপ,' বার্তা ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোটের

Published : Jun 05, 2024, 11:40 PM ISTUpdated : Jun 06, 2024, 12:07 AM IST
INDIA BLOC

সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি-র আসন কমলেও, সরকার গঠন করার মতো আসন পায়নি ইন্ডিয়া জোট। ফলে টানা তৃতীয়বার সরকার গড়তে চলেছে এনডিএ।

তেলুগু দেশ পার্টি, জনতা দল ইউনাইটেডের মতো এনডিএ-র শরিক দলগুলিকে ভাঙিয়ে নিয়ে সরকার গড়ার মতো জায়গায় পৌঁছতে পারবে ইন্ডিয়া জোট? এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাহুল গান্ধীরা। বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর স্পষ্ট করে দেওয়া হয়েছে, বিজেপি-বিরোধিতা চালিয়ে যাওয়া হবে। বিজেপি সরকার যাতে পড়ে যায়, সেই চেষ্টাও চালিয়ে যাওয়া হবে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শ্রী মোদীর নেতৃত্বে বিজেপি যে ফ্যাসিবাদী শাসন চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট। মানুষ বিজেপি সরকার দ্বারা শাসিত হতে চাইছেন না। মানুষের এই আকাঙ্খা পূরণ করার জন্য ঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ নেব আমরা।’

মোদীকে আক্রমণ ইন্ডিয়া জোটের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের জোটকে সমর্থন করার জন্য ভারতের মানুষকে ধন্যবাদ জানাচ্ছে ইন্ডিয়া জোট। বিজেপি ও তাদের ঘৃণার রাজনীতি, দুর্নীতি ও বঞ্চনার প্রতি মোক্ষম জবাব মানুষের এই রায়। এটা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও নৈতিক হার।’

ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। অন্য দলগুলির নেতা-নেত্রীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরজেডি নেতা তেজস্বী যাদব, শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও অরবিন্দ সাবন্ত, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা, আম আদমি পার্টি নেতা সঞ্জয় সিং ও রাঘব চাড্ডা, আরএসপি নেতা এন কে প্রেমচন্দ্রন। এছাড়া বৈঠকে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ডিএমকে নেতা টি আর বালু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সরেন, এনসিপি নেতা শরদ পাওয়ার ও তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব ও রামগোপাল যাদব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Modi Govt 3.0: সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতেই দর কষাকষি এনডিএ-র শরিক দলগুলির

Modi Govt 3.0: সর্বসম্মতিক্রমে এনডিএ-র নেতা নির্বাচিত নরেন্দ্র মোদী, সরকার গঠনে তৎপরতা

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo