Doordarshan Controversy: ভোটের মধ্যে দূরদর্শনের নতুন লোগো ঘিরে বিতর্ক শুরু, গেরুয়া ছোঁয়া দেখছে বিরোধীরা

DD News দূরদর্শনের ইংরেজি সংবাদ চ্যানেল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ভিডিও আপলোড করেছে। সেখানে চ্যানেলের লোগোর পরিবর্তন তুলে ধরা হয়েছে।

 

ভোটের মুখেই বদলে গেল দূরদর্শনের লোগো। লাল ছাড়িয়ে এবার কমলার ছোঁয়া লাগল দূরদর্শনে। রাষ্ট্রায়ত্ত জাতীয় সম্প্রচার সংস্থা দূরদর্শনের অন্যতম ফ্ল্যাগশিপ চ্যানেল ডিডি নিউজ। ভোটের মাঝেই সেই চ্যানেলের নতুন মোড়ক। যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অনেকেই সরকারি চ্যানেলে গৈরিককরণের ছোঁয়া লেগেছে বলে অভিযোগ করেছে।

DD News দূরদর্শনের ইংরেজি সংবাদ চ্যানেল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ভিডিও আপলোড করেছে। সেখানে চ্যানেলের লোগোর পরিবর্তন তুলে ধরা হয়েছে। পাশাপাশি শেয়ার করা হয়েছে একটি বিজ্ঞাপনও। সেখানেই নতুন লোগো দেওয়া হয়েছে। পাশাপাশি ডিডি নিউজের এক্স-এর ডিপিতেও রয়েছে নতুন লোগোর ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, 'যদিও আমাদের মূল্যবোধ একই থাকে, আমরা এখন একটি নতুন অবতারে আসছি। েমন একটি সংবাদ যাত্রার জন্য প্রস্তুত হোন যা আগে কখনও হয়নি- সকলেই নতুন ডিডি নিউজের অভিজ্ঞতা শেয়ার করেন। ' দেখুন সেই ভিডিওঃ

Latest Videos

 

 

নতুন এই লোগো ঘিরে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। নতুন লোগোটিতে অনেকে গৈরিকীকরণের ছোঁয়া দেখছেন। নির্বাচনের মধ্যেই এজাতীয় পদক্ষেপ করায় অনেকেই ক্ষুব্ধ। তৃণমূল কংগ্রেসের সাংসদ জওহর সরকার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, নির্বাচনের মধ্যে দূরদর্শনের লোগোর এই গৈরিকীকরণ দেখে কষ্ট হচ্ছে। তিনি আরও বলেছেন, 'জাতীয় সম্প্রচারক দূরদর্শন তার ঐতিহাসিক ফ্ল্যাগশিপ লোগোকে গেরুয়া রঙ করেছে! সংস্থার প্রাক্তন সিইও হিসাবে, আমি সতর্ক। আমি এর মধ্যে গৈরিকীকরণে ছোঁয়া দেখছি। এটি আর প্রসার ভারতী নয়- এটি প্রচার ভারতী।' জওহর সরকার ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর তত্ত্বাবধানকারী সংস্থা প্রসার ভারতীর সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি এই ঘটনাকে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হিসেবেই চিহ্নিত করেছেন।
 

 

যদিও প্রসারভারতীয় বর্তমান প্রধান অবশ্য জওহর সরকারের সঙ্গে একমত নন। গৌরব দ্বিবেদী বলেছেন, নন্দনতত্ত্বের জন্য এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, আগেও কমলা রঙের লোগো ছিল। তিনি আরও বলেন রঙকে আরও আকর্ষণীয় আর উজ্জ্বল করা হয়েছে। তিনি আরও বলেছেন, শুধু লোগো নয়, চ্যানেলটিকেও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের