এবার জোড়া সুখবর প্রভিডেন্ট ফান্ড নিয়ে! একধাক্কায় ঊর্ধ্বসীমা ডাবল হল! কর্মীরা পাবেন অতিরিক্ত ৩০ হাজার!

Published : Dec 03, 2024, 09:14 AM IST

এবার EPFO নিয়ে এল জোড়া সুখবর। আর নতুন বছরের শুরুতেই সেই সুখবর পেতে চলেছেন সরকারি-বেসরকারি কর্মীরা। যার ফলে কয়েক কোটি কর্মীরা উপকৃত হবেন। কি সুবিধা মিলতে চলেছে?

PREV
113

বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩% মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা।

213

গতমাসেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকারি কর্মীদের জন্য ৩% DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে

313

এবার EPF নিয়ে এল সুখবর, যার ফলে কয়েক কোটি কর্মী উপকৃত হবেন। কি সুবিধা মিলতে চলেছে?

413

কর্মীদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPFO) ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC) রয়েছে।

513

তবে দুই ক্ষেত্রেই মাসিক বেতনের উর্দ্ধসীমা ছিল ২১,০০০ টাকা।

613

এবার এই ঊর্ধ্বসীমা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে মোদী সরকারের তরফ থেকে।

713

ইতিমধ্যেই বৈঠকে বসেছে দুই সংস্থার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিরা

813

সূত্রমতে, ১৫,০০০ থেকে ২১,০০০ এর উচ্চসীমাকে ৩০,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

913

ফেব্রুয়ারি মাসেই বেসিক CBT এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

1013

তবে শ্রম মন্ত্রকের বেশিরভাগ সদস্যরাই ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার পক্ষে রয়েছে’।

1113

জানিয়ে রাখি বর্তমানে প্রায় ৭ কোটিরও বেশি কর্মীরা EPFO স্কিমের আওতায় রয়েছেন।

1213

তাদের বেতনের থেকে ১২% EPFO তে যায়। এবার যদি ঊর্ধ্বসীমা বাড়ানো হয় তাহলে আরো বেশি টাকা জমানো যাবে।

1313

ফলে অবসরের সময় আরও বেশি টাকা রিটার্ন পেতে সাহায্য করবে।

click me!

Recommended Stories