এবার একসাথে বাড়ছে বেতন ও DA? জোড়া সুখবর সরকারি কর্মচারিদের জন্য! মিলল দারুণ আপডেট

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য জোড়া সুখবর আসতে চলেছে। ২০২৪ শেষের পথে। ডিসেম্বরেই মিলতে পারে সেই সুখবর! এই আবহে অপেক্ষার প্রহর গুনছেন সরকারি কর্মচারিরা। এবার কি তাহলে একসাথে বাড়ছে বেতন ও DA? মিলল দারুণ আপডেট

Parna Sengupta | Published : Dec 8, 2024 5:38 PM
110

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বছর শেষে জোড়া সুখবর আসতে চলেছে।

210

এবার কি তাহলে একসাথে বাড়ছে বেতন ও DA? যদি এটা সত্যি হয়, তবে বছরের শুরুতে মোটা টাকা ঢুকতে পারে কর্মীদের অ্যাকাউন্টে।

310

এবার কেন্দ্রের পক্ষ থেকে মিলল বিরাট বড় আপডেট। এই নিয়ে কী জানাচ্ছে কেন্দ্রের মোদী সরকার ?

410

নয়া বেতন কমিশন কার্যকর করার পরিবর্তে কি নয়া কোনও পদ্ধতিতে সরকারি কর্মচারীদের (Government Employees) মূল বেতন বাড়ানো হতে পারে?

510

এই নিয়েই জল্পনা চলছে। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে কিছু ভাবা হচ্ছে না।

610

তাহলে কি সরকারি কর্মীদের বেসিক স্যালারি (Basic Salary) বাড়ানোর জন্য অন্য কিছু ভাবা হচ্ছে?

710

প্রসঙ্গত, প্রতি দশ বছর অন্তর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল।

810

সেই সময় দেওয়া সুপারিশগুলি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। এবার দশ বছর হতে ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

910

তবে কেন্দ্রীয় সরকার নয়া বিকল্পের মাধ্যমে এবার সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি পরিবর্তন করতে পারে।

1010

যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে কিছু বলা হয়নি। যদি এই বেসিক স্যালারি পরিবর্তন নিয়ে কেন্দ্রের কোনও পরিকল্পনা থাকে, তাহলে আগে কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা করতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos