বেতন কমিশন ছাড়াই বেতন বৃদ্ধি! নতুন বছরই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা

Published : Dec 08, 2024, 02:26 PM IST

নতুন বছরই গঠন হতে পারে অষ্টম বেতন কমিশন তেমনই আশায় দিন গুণছেন কেন্দ্রের সরকারি কর্মীরা। তবে অনেকেই বলছেন আর অষ্টম বেতন কমিশন তৈরির পথে হাঁটবে না কেন্দ্র। তবে বাড়বে বেতন। 

PREV
110
বেতন কমিশন ছাড়াই বেতন বৃদ্ধি

রিপোর্ট বলছেন কেন্দ্রীয় সরকরি কর্মীদের সংগঠনের প্রতিনিধিরা নয়া বেতন কমিশন গঠন না করেই বেতন বাড়ান হতে পারে বলে জানিয়েছেন।

210
বেতন কমিশন

আগামী বছর , ২০২৫ সালে বেতন কমিশন গঠন হওয়ার কথা রয়েছে। সেই নিয়ে সরকারের সঙ্গে কর্মীদের প্রতিনিধিদের আলোচনাও হয়েছিল।

310
বেতন কমিশনের নিয়ম

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ১০ বছরের জন্যই একটি বেতন কমিশন গঠন করা হয়। সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৪ সালের ১ জানুয়ারি। সেই অর্থে আগামী বছর বেতন কমিশন গঠন হওয়ার কথা।

410
পাল্টা মত শিবগোপাল মিশ্রের

ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি’-র সচিব শিবগোপাল মিশ্র দাবি করেছেন যে তিনি এখনও মনে করেন যে নয়া বেতন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন পরিবর্তন সবথেকে ভালো উপায়।

510
আলোচনার দাবি

শিবগোপাল মিশ্রের মতে যদি এই বেসিক স্যালারি পরিবর্তন নিয়ে কেন্দ্রের কোনও পরিকল্পনা থাকে, তাহলে আগে কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা করতে হবে।

610
সরকার নীরব

কেন্দ্রীয় সরকার নয়া বিকল্পের মাধ্যমে এবার সরকারি কর্মচারীদের বেসিক বেতন পরিবর্তন করতে পারে। যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে কিছু বলা হয়নি।

710
২০২৫ সালের বাজেটে ঘোষণা

অষ্টম বেতন কমিশনের বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা না করা হলেও একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০২৫ সালে কেন্দ্রীয় বাজেটে এই নিয়ে ঘোষণা করতে পারে কেন্দ্র।

810
ডিসেম্বরে বৈঠক

ডিসেম্বরে ন্যশানাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির বৈঠক রয়েছে। সেখানে অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা হতে পারে।

910
নূন্যতম বেতন হতে পারে

সূত্রের খবর ২০২৫ সালের বাজেটে থাকতে পারে অষ্টম বেতন কমিশনের কথা। কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন বাড়তে পারে ১৮৬ শতাংশ। নূন্যতম বেতন ৫০ হাজারের বেশি।

1010
সরকারি কর্মীদের বেতন হতে পারে

শিবগোপাল মিশ্রের অনুমান সবকিছু ঠিকঠাক থাকলে সরকারি কর্মীদের নূন্যতম বেতন হতে পারে ৫১ হাজার ৪৮০ টাকা। অর্থাৎ ১৮৬ শতাংশ বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন।

click me!

Recommended Stories