PAN Card 2.0: হাইটেক প্যান কার্ডের জন্য এদের আবেদন করতে হবে না, নয়া নির্দেশিকা অর্থ মন্ত্রকের

প্যান কার্ড ভারতীয়দের প্রয়োজনীয় নথিগুলির মধ্যে একটি। ব্যাঙ্কিং সংক্রান্ত যাবতীয় কাজের জন্য এই নথিগুরুত্বপূর্ণ। আয়কর রিটার্ন দাখিল করতে গেলে প্যান কার্ড প্রয়োজনীয়। কিন্তু প্যান কার্ড নিয়ে তৈরি হচ্ছে জটিলতা।

 

Saborni Mitra | Published : Dec 8, 2024 12:33 PM
18
প্যান কার্ড ২.০

কেন্দ্রীয় সরকার প্যান কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে। সরকার সূত্রের খবর এবার তাদের হাইটেক প্যান কার্ড দেওয়া হবে।

28
প্রত্যেককে কী আবেদন করতে হবে

তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারে একটি নির্দেশিকা জরি করেছে। সেখানে বলা হয়েছে যাদের প্যান কার্ড রয়েছে তাদের আর নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না।

38
সরকার দেবে

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর যাদের পুরনো প্যান কার্ড রয়েছে তাদের সরকার নিজেই নতুন প্যান কার্ড দিতে পারে।

48
প্যানে কিউআর কোড

কেন্দ্রীয় সরকার তরফে দাবি, প্যান কার্ডে কিউআর কোড থাকবে। ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ আর স্বচ্ছ হবে। আর্থিক লেনদেনে গতি বাড়বে।

58
পুরনো প্যান কার্ডের আয়ু

কেন্দ্রীয় সরকারের বয়ান অনুযায়ী যতদিন নতুন প্যান কার্ড না পাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ততক্ষণ পুরনো প্যান কার্ড দিয়েই প্রয়োজনীয় কাজ করা যাবে।

68
নতুন প্যান কার্ডের গুরুত্ব

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, নতুন হাইটেক প্যন কার্ড ডিজিটাল জালিয়াতি রুখতে অনেক উপযোগী হবে। মানুষকে আর্থিক সুরক্ষা দিতে পারবে কিউআর কোড।

78
প্যান কার্ড নিয়ে কেন্দ্রের বার্তা

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্যান-এ লেখা নাম, ঠিকানা বা মোবাইল নম্বর বদল করার জন্য নতুন করে আবেদন করতে হবে। তাহলে তারা হাইটেক প্যান কার্ড হাতে পারেন।

88
অনলইনে সংশোধন

যদি আগেই সংশোধনের আবেদন করতে চান সেটাও করতে পারেন অনলাইনে। এর জন্য আলাদা কোনও খরচ লাগবে না। অন্য কোনও সংশোধনের প্রয়োজন হলেও নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদনকরা যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos