স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা ব্যবস্থা, কাউন্টার ড্রোন সিস্টেমের নজরদারিতে মোদীর ভাষণের মঞ্চ

Published : Aug 14, 2022, 05:54 PM IST
স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা ব্যবস্থা, কাউন্টার ড্রোন সিস্টেমের নজরদারিতে মোদীর ভাষণের মঞ্চ

সংক্ষিপ্ত

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ত্রিবর্ণে সেজে উঠেছে গোটা দেশ। ১৫ অগাস্ট সকাল থেকেই লালাকেল্লায় চলবে নানা অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজনের মাঝেই জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাতেও। উল্লেখ্য স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় ড্রোন হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। স্নদেহের তালিকায় লস্কর-জইশ ছাড়াও একাধিক মৌলবাদী সংগঠনকে নিয়েও সতর্ক করছেন তাঁরা। 

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ত্রিবর্ণে সেজে উঠেছে গোটা দেশ। ১৫ অগাস্ট সকাল থেকেই লালাকেল্লায় চলবে নানা অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজনের মাঝেই জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাতেও। উল্লেখ্য স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় ড্রোন হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। স্নদেহের তালিকায় লস্কর-জইশ ছাড়াও একাধিক মৌলবাদী সংগঠনকে নিয়েও সতর্ক করছেন তাঁরা। 
আকাশ পথে হামলার সম্ভাবনা রুখতে লালকেল্লা এবং সংলগ্ন চত্বরকে একটি বিশেষ র‍্যাডারের মাধ্যমে সুরক্ষীত রা হচ্ছে। এমনটাই দাবি করছে সংবাদ সংস্থা এএনআই। 
জানা যাচ্ছে এই রাডার আশেপাশের চার কিলোমিটারের মধ্যে কোনও ড্রোন থাকলে তাকে চিহ্নিত করে নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে। ডিআরডিও-র তৈরি এই অত্যাধুনিক প্রযুক্তির নজরদারিতেই এবার লালকেল্লার সুরক্ষা। 

আরও পড়ুন ঘরে ঘরে উড়বে তেরঙ্গা, মোদী সরকারের উদ্যোগে ন্যায্যমূল্যে মিলছে জাতীয় পতাকা

৭৫তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতে সমগ্র দেশবাসীকে ১৩ থেকে ১৫ অগাস্ট ঘরে ঘরে ত্রিবর্ণ পতাকা উত্তলনের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। ১৫ অগাস্টের ৭৫ সপ্তাহ আগে থেকেই আজাদি কা অমৃত মহোৎসবের আওতায় শুরু হয়েছে নানা কর্মসূচি। গত মাসে এই উপলক্ষেই তিনি সূচনা করেন 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি। অর্থাৎ ১৩ থেকে ১৫ অগাস্ট প্রত্যেক ভারতবাসী প্রত্যেক বাড়িতে পতাকা উত্তলন করে। এই কর্মসূচির লক্ষ্য ভারতের শিক্ষা, সংস্কৃতির মাধ্যমে প্রত্যেক ভারতবাসীর মনে দেশপ্রেমের সঞ্চার। 

আরও পড়ুনস্বাধিনতার প্রাক্কালে ৫০% ছাড়ে মিলছে মিষ্টি, কারা পাবেন এই বিশেষ ছাড়?
স্বাধীনতা দিবসে লালকেল্লার ঠিক পেছনে লালকোর্টে তোইরি হয় প্রধানমন্ত্রীর ভাষণ মঞ্চ। তার কিছুটা দূরে শ্রী দিগম্বর জৈন লাল মন্দির। এই মন্দিরের ছাদেই বসানো হবে ডিআরডিও'র তৈরি প্রযুক্তি কাউন্টার ড্রোন সিস্টেম। স্বাধীনতা দিবসের দিন আকাশ পথে হামলার যে আশঙ্কা করছিলেন গোয়েন্দারা তা এই যন্ত্রের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। 
এএনআই সংবাদ সংস্থা মারফত রবিবার সকালে এই যন্ত্রের ভিডিয়ো প্রকাশ্যে আসে।

 

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট