স্বাধিনতার প্রাক্কালে ৫০% ছাড়ে মিলছে মিষ্টি, কারা পাবেন এই বিশেষ ছাড়?

৭৫তম স্বাধীনতা দিবস উৎযাপনে পিছিয়ে নেই প্রশাসন থেকে সাধারণ মানুষ। ১৫ অগাস্টের প্রাক্কালে ত্রিবর্ণে সেজে উঠল গুজরাটের মিষ্টি দোকান। শুধু তাই নয় এই উপলক্ষে দেশের নিরাপত্তা কর্মীদের জন্য যে কোনও মিষ্টিতে থাকছে ৫০ শতাংশ ছাড়।
 

Ishanee Dhar | Published : Aug 14, 2022 9:48 AM IST

৭৫তম স্বাধীনতা দিবস উৎযাপনে পিছিয়ে নেই প্রশাসন থেকে সাধারণ মানুষ। ১৫ অগাস্টের প্রাক্কালে ত্রিবর্ণে সেজে উঠল গুজরাটের মিষ্টি দোকান। শুধু তাই নয় এই উপলক্ষে দেশের নিরাপত্তা কর্মীদের জন্য যে কোনও মিষ্টিতে থাকছে ৫০ শতাংশ ছাড়। 
৭৫তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতে সমগ্র দেশবাসীকে ১৩ থেকে ১৫ অগাস্ট ঘরে ঘরে ত্রিবর্ণ পতাকা উত্তলনের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। ১৫ অগাস্টের ৭৫ সপ্তাহ আগে থেকেই আজাদি কা অমৃত মহোৎসবের আওতায় শুরু হয়েছে নানা কর্মসূচি। গত মাসে এই উপলক্ষেই তিনি সূচনা করেন 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি। অর্থাৎ ১৩ থেকে ১৫ অগাস্ট প্রত্যেক ভারতবাসী প্রত্যেক বাড়িতে পতাকা উত্তলন করে। এই কর্মসূচির লক্ষ্য ভারতের শিক্ষা, সংস্কৃতির মাধ্যমে প্রত্যেক ভারতবাসীর মনে দেশপ্রেমের সঞ্চার। 

আরও পড়ুন তাজ বাদে তিরঙ্গা আলোয় সাজবে দেশের প্রত্যেকটি মনুমেন্ট, ৭৫ তম স্বাধীনতা দিবসে বিশেষ চমক


প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচীতে সারা দিয়েই এই অভিনব উদ্যোগ বলে জানান মিষ্টি দোকানের মালিক। এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে আরও সফল করে তুলতেই আমরা আমাদের দোকানটিকে জাতীয় পতাকায় মুড়ে দিয়েছি। যাতে স্বাধীনতার এই অমৃত উৎসব আরও রঙিন হয়ে ওঠে। 

আরও পড়ুন - অমৃত মহোৎসবের অন্যতম মহারথী,৮৩ বছর বয়সী আব্দুল চাচা একাই ৩০ লাখ পতাকা তৈরি করেছেন

পাশাপাশি তিনি আরও জানান,"এই উপলক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের জন্য যে কোনও মিষ্টিতে ৫০ শতাংশ ছাড় থাকবে। আর্মি, ভারতীয় নৌবাহিনী, বায়ুসেনার সে কোনও কর্মী এই বিশেষ ছাড় পাবেন। ভারতের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ। 

আরও পড়ুন৭৫ তম স্বাধীনতা দিবসে এবার গুগলের বিশেষ উদ্যোগ 'ইন্ডিয়া কি উড়ান'

Read more Articles on
Share this article
click me!