মাঝ জুনেও রেহাই নেই গরম থেকে! মহিলা কর্মীদের জন্য রাজ্যগুলিকে একগুচ্ছ পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের

Published : Jun 15, 2025, 07:41 AM IST

Heat Wave Alert: জুনের মাঝামাঝিতেও দেখা নেই বৃষ্টির। প্রবল গরমে পুড়ছে গোটা দেশ। যা গরমে পড়ছে তাতে হিট ওয়েভের মতোন পরিস্থিতি। এই অবস্থায় একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। 

PREV
18
ভারতে ফের হিট ওয়েভের সতর্কতা

জ্বালাপোড়া গরমে রেহাই নেই। থমকে মৌসুমি বায়ু। যারফলে জুনের মাঝামাঝি হয়ে গেলেও দেখা নেই বৃষ্টির। এই অবস্থায় সাধারণ মানুষকে গরমের হাত থেকে বাঁচাতে চরম সতর্ক বার্তা দিলো কেন্দ্র। 

28
একগুচ্ছ নির্দেশিকা কেন্দ্রের

জানা  গিয়েছে, বৃষ্টির দেখা নেই। যেভাবে গত কয়েক দিন ধরে গরম পড়ছে তাতে দাবদাহ থেকে বাঁচতে রাজ্যগুলিকে একগুচ্ছ নির্দেশ নেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র। 

38
হিট অ্যাকশন প্ল্যান

প্রচণ্ড গরমের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত মহিলারা বাইরে কাজে যান বা বাইরে কাজ করেন তাঁদের শরীর সুস্থ রাখতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। দাবদাহের হাত থেকে বাঁচতে হিট অ্যাকশন প্ল্যান গড়ার সুপারিশও দিয়েছে সরকার। 

48
মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ

জানা গিয়েছে, কেন্দ্রের এই হিট অ্যাকশন প্ল্যানের মাধ্যমে মহিলা কর্মীদের কাজের সময় নমনীয় করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাডা়ও দেশের যে সমস্ত অঞ্চলে বেশি দাবদাহ পরিস্থিতি তৈরি হয় সেই সব জায়গায় কাজ করতে যাওয়া মহিলা কর্মীদের জন্য সবকরম সুরক্ষার ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

58
তাপ সুরক্ষা কিট মজুদ রাখার বার্তা

সূত্রের খবর, কেন্দ্রের তরফে ইস্যু করা নয়া নির্দেশিকায় প্রত্যন্ত এলাকায় কাজ করতে যাওয়া কর্মীদের জন্য তাপ সুরক্ষা কিট মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

68
গরমের হাত থেকে বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপ

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে হিট ওয়েভের মতোন পরিস্থিতির হাত থেকে বাঁচতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। মহিলা কর্মীদের প্রচুর জল পান করার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সবরকম পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। 

78
প্রচণ্ড গরমে সুরক্ষিত থাকতে নির্দেশিকা

এই বিষয়ে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথারিটির ডিরেক্টার মৃণালিনী শ্রীবাস্তব বলেন, ‘’ভরা গ্রীষ্মে কাজ করতে গিয়ে অস্থায়ী মহিলা কর্মীদের একাধিক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। এমনকী কাজের তাগিদে অধিকাংশ সময়ই তাঁদের বাড়ি থেকে অনেক দূরেও ভ্রমণ করতে হয়। ফলে মহিলার একাধিক সমস্যার মধ্যে পড়েন। প্রচণ্ড গরমে তাঁদের সুরক্ষিত রাখতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।'' 

88
আরও বাড়বে গরম!

তীব্র গরমের হাত থেকে বাঁচতে শরীর ঠাণ্ডা রাখার জন্য ঘনঘন স্নানের পাশাপাশি ঠাণ্ডা পানীয় পান করার বার্তাও দিয়েছে কেন্দ্র। এছাড়াও মহিলা কর্মী ও শিশুদের রোদে বেরনোর সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র।  

Read more Photos on
click me!

Recommended Stories