SCO On Iran Israel Conflict: ইরান-ইজরায়েল দ্বন্ধে অবস্থান স্পষ্ট করল ভারত, সাংহাই জোটে থেকেও আলাদা বিবৃতি কেন্দ্রের

Published : Jun 15, 2025, 07:08 AM IST

India on Iran Israel Conflict: ইরান-ইজরায়েল সংঘাতের মধ্যে আলগোছে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। মধ্যপ্রাচ্যের এই দুই দেশকে যুদ্ধ থামানোর বার্তা দিতে গিয়ে  আলাদা করে বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
110
অব্যাহত ইরান-ইজরায়েল সংঘাত

যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দুই দেশ। আমেরিকার তরফে  ইরানকে  বার্তা দেওয়া হলেও হামলা বনাম পাল্টা হামলায় এখনও উত্তপ্ত ইরান-ইজরায়েল। এরই মধ্যে দুই দেশকে যুদ্ধ থামানোর জন্য বার্তা দিল এসসিও কমিটি। 

210
এসসিও কমিটির বার্তা

ইরানের উপর এভাবে ইজরায়েলের নির্মম আঘাত নিয়ে শনিবার রাতেই বিবৃতি দিয়েছে ৯টি দেশীয় সাংহাই কোঅপারেশেন অর্গানাইজেশন (এসসিও)। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এই কমিটি।। 

310
ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত

সূত্রের খবর, শনিবার এক বিবৃতিতে এসসিও কমিটি ইরানের উপর ইজরায়েলের এভাবে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে। বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের নীতির বিরুদ্ধে কাজ করেছে ইজরায়েল। এই হামলা ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত।

410
বিঘ্নিত আন্তর্জাতিক নিরাপত্তা

ভয়ংকর হামলায় চালিয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে বিঘ্নিত করা হয়েছে। ইরানের সরকার এবং সে দেশের সাধারণ মানুষের প্রতি সমবেদনাও জানানো হয় ওই বিবৃতিতে।

510
এসসিও-র সদস্য রাষ্ট্রগুলির নাম

এসসিও-র সদস্য রাষ্ট্রগুলি হল যথা চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান এবং ভারত। অর্থাৎ কিনা যুদ্ধ জড়িয়ে পড়া ইরান যেমন রয়েছে ওই গোষ্ঠীতে, তেমনই রয়েছে ভারতও। তবে এই কমিটি যৌথ বিবৃতি দিলেও ভারতের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

610
আলাদা করে বিবৃতি ভারতের

মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে সংঘাতের ঘটনায় এসসিও গোষ্ঠীর সঙ্গে নয়। বরং আলাদা করে ইরান-ইজরায়েলকে শান্তিরক্ষার বার্তা দিল ভারত। ভারত সরকারের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিবৃতি দেয় বিদেশ মন্ত্রক।

710
বৈঠকে নেই নয়াদিল্লি

জানা  গিয়েছে, ৯টি দেশীয় সাংহাই কোঅপারেশেন অর্গানাইজেশনের সঙ্গে থাকলেও বৈঠকে ছিল না ভারত (এসসিও)। স্পষ্ট করা হয়েছে ভারতের অবস্থান। এমনকি ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে আলোচনায় যোগ দেয়নি ভারতের কোনও প্রতিনিধি। 

810
কূটনৈতিক স্তরে সমস্যা মেটানোর বার্তা

৯টি দেশীয় সাংহাই কোঅপারেশেন অর্গানাইজেশনের সঙ্গে মিলে বিবৃতি না দিলেও শনিবারই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আলাদা বিবৃতি দিয়ে ইরান-ইজরায়েলকে কূটনৈতিক স্তরে সমস্যা মেটানোর বার্তা দিয়েছে নয়াদিল্লি। 

910
প্রত্যাঘাতের হুঁশিয়ারি

এদিকে তেহরান শনিবার আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সকেও হুমকি দিয়েছে। বলেছে, ইজ়রায়েলকে সাহায্য করলে তাদের সামরিক ঘাঁটিতেও হামলা হবে। রবিবার ওমানে আমেরিকার সঙ্গে যে বৈঠক হওয়ার কথা, তাতেও যোগ দিচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ইরান।

1010
ইরানের পাল্টা হামলা

জানা গিয়েছে, ইজরায়েলের ‘রাইজিং লায়ন’-এর পাল্টা ইরানের প্রত্যুত্তরে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ অভিযানে প্রাণ গিয়েছে তিন জনের। জখম অন্তত ৪০। 

Read more Photos on
click me!

Recommended Stories