Delhi Rain Alerts: অতিভারী বৃষ্টিতে জলের তলায় রাজধানীর একাংশ, জারি হলুদ সতর্কতা

Published : Aug 03, 2025, 09:10 AM IST

Delhi Heavy Rain Alerts: একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির কারণে গরম কমলেও জলযন্ত্রণায় দুর্ভোগ চরমে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

PREV
15
রাজধানীতে ব্যাপক বৃষ্টি

ভারতীয় মৌসম ভবন সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপর অবস্থান করছে। যারফলে মৌসুমি অক্ষরেখা মুজাফফরপুর, পূর্ণিয়া হয়ে বহরমপুরের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে একটানা বৃষ্টিতে ভিজছে রাজধানী দিল্লি সহ বিস্তীর্ণ এলাকা। 

25
দিল্লিতে জারি হলুদ অ্যালার্ট

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার রাত থেকে একনাগাড়ে বৃৃষ্টিতে কার্যত জলের তলায় রাজধানীর একাধিক এলাকা। অত্যাধিক আর্দ্রতাজনিত অস্বস্তির হাত থেকে রেহাই মিললেও জল যন্ত্রণায় জেরবার রাজধানীর বাসিন্দারা। রবিবার রাত থেকে দিল্লির বিজয় চক, কনট প্লেস, মিন্টো ব্রিজ, সরোজিনী নগর, এইমস এবং পাঁচকুঁইয়া মার্গে প্রবল বৃষ্টিপাত হয়েছে। যারফলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

35
হালকা ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

যদিও আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবারই রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। জানা গিয়েছে, শহরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিল্লির জনপথ, লাজপত নগর এবং মিন্টো ব্রিজের মতো এলাকায় ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে।

45
ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ এলাকা

বাহাদুরগড়, মানেসরতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। লোনি দেহাত, হিন্ডন এএফ স্টেশন, গাজিয়াবাদ, ইন্দিরাপুরম, ছাপরাউলা, নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং বল্লভগড় সহ সমগ্র দিল্লি-এনসিআর জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। 

55
দিল্লির জলযন্ত্রণা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, অতিভারী বৃষ্টির কারণে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আইটিও এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বলেন, ‘’কার্যকর নিষ্কাশন ব্যবস্থা করার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।''

Read more Photos on
click me!

Recommended Stories