Shashi Tharoor On Rahul: ভারতকে মৃত অর্থনীতির দেশ বলে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে সমর্থন জানিয়ে বিপাকে রাহুল। লোকসভার বিরোধী দলনেতার পাশে নেই দল! বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….
অতি সম্প্রতি ভারতের ওপর ২৫ শতাংশ হারে মার্কিন শুল্ক চাপানোর পর ভারতকে মৃত অর্থনীতির দেশ বলে তোপ দেগেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যকে সমর্থন জানিয়ে বিতর্কে জড়িয়েছেন রাহুল গান্ধী। সেই ইস্যুতে এবার তার পাশে দাঁড়ালেন না কংগ্রেস সাংসদ শশী থারুর।
25
কী বললেন শশী থারুর?
শনিবার এই বিষয়ে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ শশী থারুর জানান, রাহুল গান্ধীর এই মন্তব্য সম্পূর্ণ ভাবে তার নিজস্ব। লোকসভার বিরোধী দলনেতার এমন মন্তব্য করার পিছনে তার নিজস্ব কোনও কারণ থাকতে পারে বলে জানিয়েছেন শশী থারুর।
35
সংসদে কী মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী?
জানা গিয়েছে, রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপর ক্ষুদ্ধ আমেরিকা। চাপানো হয়েছে ২৫ শতাংশ হারে মার্কিন শুল্ক ভারতীয় পণ্যের উপর। এছাড়াও সম্প্রতি ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ‘ভারতকে মৃত অর্থনীতির দেশ’ বলে তোপ দেগেছিলেন। ট্রাম্পের এই মন্তব্যের সমর্থন জানিয়েছিলেন রাহুল গান্ধী। যা নিয়েই ছড়িয়েছে বিতর্ক। তিনি বলেন, ‘’কেউ তো অন্তত সত্যিটা তুলে ধরল। ভারত যে সত্যিই মৃত অর্থনীতির দেশ।''
এবার এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, ‘’রাহুল গান্ধী কী বলেছেন তা একান্তই তার নিজস্ব মত। তার এই মন্তব্যের পিছনে নিজস্ব কোনও কারণ থাকতে পারে। তবে আমার মনে হয়, অর্থনৈতিক দিক থেকে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক গুরুত্বপূর্ণ। কারণ, আমরা প্রায় ৯০ বিলিয়ন মূল্যের পণ্য রফতানি করি।''
55
শশীর দাবি
ভারতের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপানো নিয়ে তিনি আরও বলেন, ‘’এই বিষয়ে আরও আলোচনা হওয়া জরুরি। তাহলে আমরা একটি নায্য চুক্তি করতে পারি। এবং পণ্য রফতানিতে অন্যান্য অঞ্চলের সঙ্গে কথা বলতে পারি। তাহলে আমরা যা হারিয়েছি তার কিছুটা ক্ষতিপূরণ সম্ভব।''