'মোদীর আমলে বাংলা ৫৪ হাজার কোটিরও বেশি পেয়েছে, সেসব কোথায় গেল?' তৃণমূলের ধর্ণার আগেই বোমা ফাটালেন সুকান্ত

সুকান্তের অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনও ঘর সাধারণ মানুষকে দেওয়া হয়নি। ৪হাজার কোটিরও বেশি টাকা দেওয়া হয়। মানুষের ঘর ভেসে গেলেও, তাঁরা ঘর পাননি। সেই টাকা কোথায় গেল।

নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বসে কার্যত বোমা ফাটালেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা বাংলাকে বঞ্চনার প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন সুকান্ত। তিনি বলেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলে বাংলা গ্রাম সড়ক যোজনা করে দেওয়া হল। কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম দেওয়া হল না। অথচ কেন্দ্র থেকে ৪৫৩১ কোটি টাকা দেওয়া হয়েছিল, তার কোনও হিসেব নেই।

সুকান্তের অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনও ঘর সাধারণ মানুষকে দেওয়া হয়নি। ৪হাজার কোটিরও বেশি টাকা দেওয়া হয়। মানুষের ঘর ভেসে গেলেও, তাঁরা ঘর পাননি। সেই টাকা কোথায় গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার কথা বলেন, তাহলে তাঁরা হিসেব দেন না কেন। সুক্নাত বলেন ভুয়ো তালিকা তৈরি করে কেন্দ্রের দেওয়া টাকা নয়ছয় করা হয়েছে। কেন্দ্রের রিপোর্টে এই দুর্নীতিকে বলা হয়েছে হিমশৈলের চূড়া। কেন্দ্রের তরফে ৬বার রাজ্যের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়। কোনও বার সঠিক রিপোর্ট পাওয়া যায়নি। এরপর কেন্দ্রের তরফে বাংলায় সমীক্ষা করা হয়। সেখানে উঠে আসে এই বিস্তর গোলযোগ।

Latest Videos

১০০ দিনের বকেয়া অর্থ আদায়ের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তৃণমূলের এই কর্মসূচির পাল্টা জবাবে এ দিন দিল্লি থেকেই সাংবাদিক বৈঠক রাজ্য বিজেপির। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ ও জ্যোতির্ময় সিং মাহাতো। এই সাংবাদিক সম্মেলনে সুকান্ত বলেন ১০০ দিনের কাজের টাকা নয়ছয় করা হয়েছে। ব্যবহার করা হয়েছে অন্য খাতে। বারবার কেন্দ্র জানতে চাইলেও কোনও উত্তর দেয়নি মমতার সরকার। যাঁরা দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে মমতা প্রশাসন। কেউ শাস্তি পান না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আড়ালে পশ্চিমবঙ্গে সরকার চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক নিজে বলেছেন কেউ অন্যায় করলে তাঁকে শাস্তি দিন, তার মানে তিনি স্বীকার করছেন যে দুর্নীতি হয়েছে। মোদীর আমলে ৫৪ হাজার কোটি টাকারও বেশি পেয়েছে রাজ্য।

উল্লেখ্য, সোমবার রাজঘাটে গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার যন্তর মন্তরে ধর্না কর্মসূচি রয়েছে। আর এই দু’দিনের পূর্বঘোষিত কর্মসূচির মধ্যেই নতুন পরিকল্পনা— সংসদ ভবন অভিযান। তবে দ্বিতীয় দিনের চূড়ান্ত কর্মসূচির রূপরেখা কী হবে, তা ঠিক করা হবে সোমবার দুপুরে একটি বৈঠক করে।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari